উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণ সাজেশন 2021
- অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর
- রচনাধর্মী প্রশ্নোত্তর
- প্রতিটি প্রশ্নের মান ৫
বাংলা ভাষা ব্যাকরণ – ধ্বনিতত্ত্ব
১. বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো? এর যেকোনো দুটি শাখা নিয়ে আলোচনা করো।২. ধ্বনিমূলের অবস্থান ও সমাবেশ বলতে কী বোঝো?
৩. সমন্বয়ী রূপমূল এবং নিম্পাদক রূপমূল বলতে কী বোঝো? উদাহরণ সহ আলোচনা করো।
৪. উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক নির্ণয় করো।
বাংলা ভাষা ব্যাকরণ – বাক্যতত্ত্ব
১. বাক্যের অব্যবহিত দুটি উপাদান বিশ্লেষণ করে দেখাও।অথবা, বাক্যের অব্যবহিত উপাদান হিসেবে বিশেষ্য বা বিশেষ্যগুচ্ছ এবং ক্রিয়াজোট বা ক্রিয়াগুচ্ছ সম্পর্কে আলোচনা করো।
বাংলা ভাষা ব্যাকরণ – শব্দার্থ তত্ত্ব
১. শব্দার্থের বিষয়মূলক তত্ত্বটি উদাহরণ সহ আলোচনা করো।২. শব্দার্থের প্রয়োগমূলক তত্ত্বটি উদাহরণ সহ আলোচনা করো।
৩. শব্দার্থ পরিবর্তনের ধারাগুলির পরিচয় দাও।
অথবা, শব্দার্থ পরিবর্তনের প্রধান তিনটি ধারা সম্পর্কে আলোচনা করো।
অথবা, শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ ও শব্দার্থের রূপান্তর বলতে কী। বোঝো?
অথবা, শব্দার্থ পরিবর্তনের প্রধান ধারাগুলি উল্লেখ করে যেকোনো দুটি ধারার উদাহরণ সহ পরিচয় দাও।
অথবা, শব্দার্থ পরিবর্তনের স্বরূপ আলোচনা করো।
৪. থিসরাস কী ?
৫. শব্দার্থ পরিবর্তনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো।
বাংলা ভাষা ব্যাকরণ – রূপতত্ত্ব
১. শব্দগঠনের প্রক্রিয়া বা কৌশলগুলি আলোচনা করো।২. প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও।
অথবা, প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কয় প্রকার ও কী কী? প্রত্যেকটি ভাগের উদাহরণ সহ সংজ্ঞা লেখো।
এই সাইটের উচ্চ মাধ্যমিক বাংলা ভাষা সাজেশন এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যেমন এই সাজেশন গুলি ফলো করলে আপনি পরিক্ষায় ৯০% কমন প্রশ্ন পাবেন। ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর রয়েছে। প্রতিটি বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শ্রেণীর সমস্ত বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সাধারণ জ্ঞান, বিভিন্ন পরিক্ষার প্রস্তুতি, বিজ্ঞান এবং কম্পিউটার প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আমাদের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার এই উচ্চ মাধ্যমিক বাংলা ভাষা সাজেশন গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে সেয়ার করুন যাতে তারাও বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারে আর আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
একটি মন্তব্য পোস্ট করুন