তৃতীয় শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর

তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ প্রশ্ন উত্তর

1. তোমরা নানা রকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করো তার নাম কি?
Ans. তোমরা নানা রকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করো তার নাম হলো জিভ
2. ফুটবল খেলার সময় শরীরের কোন অংশের কাজ সবচেয়ে বেশি হয়
Ans. ফুটবল খেলার সময় পায়ের কাজ সবচেয়ে বেশি হয় 
3. কোন অঙ্গটি পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে পরে না
Ans. যে অঙ্গটি পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে পরে না তাহলো নখ
4. স্কিপিং এর সময় শরীরের কোন কোন অংশের কাজ হয় ? 
Ans. স্কিপিং এর সময় শরীরের যে অংশগুলির কাজ হয় সেগুলি হলো – আঙুল, কব্জি, কনুই, কাঁধ, কোমর এছাড়া পায়ের কাজও হয় । 
5. কি কারণে কানে শোনার অসুবিধে হয় ? 
Ans. কানে ময়লা জমলে শোনার অসুবিধে হয় । কানে ময়লা জমলে বা কানের পর্দায় আঘাত লাগলে কানে শােনার অসুবিধা হয়।
6. নিমপাতা খেলে কী উপকার পাওয়া যায় ?
Ans. ঘা - পাঁচড়া পেটের বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায় ।
7. "কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল” - এমন দুটো উদাহরণ দাও।
Ans. "কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল” - এমন দুটো উদাহরণ হলো :- পেঁপে ও কাঠাল ।
8. দুধ থেকে তৈরি করা যায় এমন তিনটি খাবারের নাম লেখাে।
Ans. দুধ থেকে তৈরি করা যায় এমন তিনটি খাবারের নাম হলো দই , রসগোল্লা এবং ছানা
9. তােমার (আব্বা) বাবার বোন তােমার কে হন এবং উনি Ans. কি তােমার পরিবারের সদস্য না নিকট আত্মীয় ?
উত্তর :- আমার (আব্বা) বাবার বোন আমার পিসিমা হয়। তিনি আমার পরিবারের নিকট আত্মীয় ।
10. কোন ইন্দ্রিয়ের সাহায্যে কাঁচা আমের স্বাদ পাওয়া যায় ?
Ans. কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে তা হলো জিভ
11. পুষ্টিকর নয় এমন একটি খাবারের নাম লেখো
Ans. পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো চিপস
12. কোন আনাজ মাটির নীচে হয়?
Ans. মাটির নীচের একটি আনাজ হলো আলু
13. আগেকার দিনের মানুষ পোশাক তৈরির জন্য কি ব্যবহার করত?
Ans. আগেকার দিনের মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করত গাছের ছাল।
14. তোমার রাজ্যের উত্তর দিকের একটি জেলার নাম লেখো?
Ans. তোমার রাজ্যের উত্তর দিকের একটি জেলা হলো কালিম্পং
15. পিনকোড কি?
Ans. পিনকোড হলো পোস্ট-অফিসের নম্বর। 
16. শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে কীভাবে ব্যবহার করে ?
Ans. শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালক ফুলিয়ে রাখে। 
17. পাকা বাড়ির দেয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদানের নাম লেখো।
Ans. পাকা বাড়ির দেয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদান হলো ইট। 
18. পারিবারিক জীবিকার একটি উদাহরণ লেখো।
Ans. পারিবারিক জীবিকার একটি উদাহরণ হল কৃষিকাজ। 
19. পোষা গোরুদের চটের জামা কেন পরানো হয় ?
Ans. শীতকালে ঠান্ডার হাত থেকে রক্ষার জন্য পোষা গোরুদের চটের জামা পরানো হয়। 
20. একটি লুপ্তপ্রায় জীবিকার উদাহরণ লেখাে।
Ans. একটি লুপ্তপ্রায় জীবিকার উদাহরণ হল পালকির বেহারা।
21. এমন একটি জিনিসের নাম লেখাে যা তােমার স্কুলের ভেতরে আছে কিন্তু বাড়িতে নেই।
Ans. এমন একটি জিনিস যা আমার স্কুলের ভেতরে আছে কিন্তু বাড়িতে নেই তা হলাে ব্ল্যাকবাের্ড।

Class 3 Amader Poribesh Model Activity Task 2022

শূন্যস্থান পূরণ করো: 
1. মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ ______ উপস্থিতি ।
উঃ – বুদ্ধির । 
2. শিং আছে এমন একটি প্রাণী হল _________ ।
উঃ – গোরু । 
3. লোহিত কণিকা কমে গেলে _______ হয় । 
উঃ – রক্তাল্পতা । 
4. শোধন করা __________ তেল থেকে কোনো কোনো সুতো তৈরির উপাদান পাওয়া যায়।
খনিজ
5. বাড়ি তৈরির জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানো যায় এমন একটি জিনিস হলো __________।
বালি।
6. তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার _________ হন।
জেঠিমা

তৃতীয় শ্রেণী পরিবেশ প্রশ্ন উত্তর ও মডেল অ্যাক্টিভিটি টাস্ক

1. এমন দুটি ফলের নাম লেখো যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য।
Ans. কলা - কলার খোসা আমাদের খাদ্য না হলেও তা অন্য প্রানীদের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়।
কাঁঠাল - কাঁঠালের ভোঁতা আমাদের খাদ্য না হলেও তা অন্য প্রাণীদের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়।

2. দাঁত ভালাে রাখতে কী কী অবশ্যই করা উচিত ?
Ans. দাঁত ভালাে রাখতে যে যে কাজগুলো অবশ্যই করা উচিত সেগুলি নীচে আলোচনা করা হলো:
দাঁত ভালো রাখতে অবশ্যয় দিনে দুই বার দাঁত মাজতে হবে। সকালে ও রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই দাঁত মাজা উচিত। কোনো কিছু খাওয়ার পরেই অবশ্যই ভালো করে কুলকুচি করে মুখ ধুতে হবে যাতে কোনো খাবার দাঁতে আটকে না থাকে। দাঁত ভালো রাখতে অম্ল ও মিষ্টি জাতীয় খাবার কম খেতে হবে। দাঁত ভালো রাখতে টুথপেস্ট ব্যবহার করা উচিত ও প্রতি ৩ মাস অন্তর টুথব্রাশ বদলানো উচিত।

3.সাঁতারে আমাদের কী কী উপকার হয় ?
Ans. সাঁতারে আমাদের যে যে উপকার করে তাহলো
সাঁতার কাটার ফলে আমাদের সমস্ত শরীরের খুব ভালো ব্যায়াম হয় এছাড়াও সাঁতার কাটলে আমাদের মন ভালো থাকে ঘুম ভালো হয়। শরীরে ব্যাথা বেদনা কম হয়। ফুসফুস ও হার্ট ভালো থাকে এবং হাড়ের জোড় সুস্থ থাকে।

4. খাবার খারাপ হয়ে যায় কী কী কারণে ?
Ans. খাবার নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারনগুলি হলো
খাবারে ছত্রাক পড়ে খাবার খারাপ হয়ে যায়। বাসি হয়ে খাবার বিভিন্ন ব্যাক্টেরিয়া দ্বারা পচে যেতে পারে। ভ্যাপসা গরমে খাবার পচে যেতে পারে।

5. আগেকার দিনে মানুষ নদীর কাছাকাছি জায়গায় থাকত কেন ?
Ans. আগেকার দিনে মানুষ নদীর কাছাকাছি জায়গায় থাকত কারণ নদীর কাছাকাছি জায়গায় থাকলে সহজেই মাছ পাওয়া যায় নদীর পাশের মাটি উর্বর হয় বলে চাষের কাজে সুবিধা হয়। নদীর কাছাকাছি জায়গায় থাকলে সাপ, বাঘ ইত্যাদির হাত থেকে বাঁচা যায়। নদী পথে যাতায়াত করতে সুবিধা হয় এবং নদীর কাছাকাছি থাকলে পানীয় ও অন্যান্য কাজে নদীর জল খুব সহজেই ব্যবহার করা যায় ও পশুপালনের সুবিধা থাকার জন্য আগেকার মানুষ নদীর কাছাকাছি যায়গায় থাকত। 

6. প্যাকেট করা তৈরি খাবার খাওয়ার আগে কী দেখে নেওয়া দরকার ও কেন ?
Ans. প্যাকেট করা তৈরি খাবার খাওয়ার আগে প্যাকেটর গায়ে লেখা ম্যানুফ্যাকচারিং ডেট অর্থাৎ খবরটি তৈরির তারিখ দেখে নেওয়া দরকার কারণ প্যাকেট করা খাবার মাত্র দুই তিন মাসই ভালো থাকে।

7. শিম্পাঞ্জির সঙ্গে মানুষের কোন কোন বিষয়ে মিল আছে লেখাে।
Ans. শিম্পাঞ্জির সঙ্গে মানুষের মিল গুলি হলো শিম্পাঞ্জির মানুষের মতো দুটি হাত ও দুটি পা আছে ও শিম্পাঞ্জিরা মানুষের মতো দুই পায়ে হাঁটতে পারে এবং মানুষের মতো শিম্পাঞ্জিরাও তাদের বাচ্চাদের বুকের দুধ খাওয়ায় ও শিম্পাঞ্জিরাও মানুষের মতো হাতে ধরে খায়।

9. যেসব জায়গায় বন্যা বেশি হয়, সেখানে কীভাবে বাড়ি বানানাে দরকার ?
Ans. যেসব জায়গায় বন্যা বেশি হয়, সেখানে উচু বাড়ি বানানো দরকার যাতে বাড়িতে জল না ওঠে। বাড়ির ভিত বা মেঝে একটু বেশি উচু করতে হবে। বাড়ির পিলার বা খুঁটি গুলি মজবুত হতে হবে। বাড়ির চারপাশে গাছ লাগাতে হবে যাতে যাতে জলের চাপ বাড়ির ওপর বেশি না পড়ে বা সহজেই মাটি ধুঁয়ে চলে না যায়।

10. তােমার পরিবারের কোনাে বয়স্ক সদস্য ভারী ব্যাগ হাতে বাড়িতে এলেন। সেই সময় তােমার বাড়ির অন্য কোনাে বড়াে সদস্য উপস্থিত নেই। এক্ষেত্রে তােমার কী করা উচিত ?
Ans. তিনি বাড়ি আসা মাত্রই আমি তার কাছে ছুটে যাবো এবং তাকে প্রণাম করবো তারপর তার হাত থেকে ভারী ব্যাগটা নামিয়ে রাখতে আমি তাকে সাহায্য করবো তারপর উনাকে ঘরে ভিতরে এনে চেয়ারে বসতে দেব এবং ওনার জন্য ঠান্ডা জল বা সরবত বানিয়ে খেতে দেব এবং তিনি ঘেমে থাকলে বাতাসের ব্যবস্থা করবো। তারপর কিছুক্ষণ বিছানায় শুয়ে আরাম করতে বলবাে।

11. উল কীভাবে পাওয়া যায় ?
Ans. উল প্রধানতঃ হিমাচল প্রদেশ বা কাশ্মীর অঞ্চলের লোকেরা ভেড়া, ছাগল ও মোষের লোম থেকে তৈরি করে থাকে এছাড়াও এক ধরনের খনিক তেল দ্বারা উল তৈরি করা হয়ে থাকে যাকে সিন্থেটিক উল বলে

12. কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন?
Ans. চোখের যত্ন নেওয়া প্রয়োজন কারণ চোখ আমাদের খুবই মূল্যবান একটি ইন্দ্রিয়। চোখ দিয়ে আমরা দেখি। চোখ না থাকলে বা চোখ খারাপ হলে আমরা কোনো কিছুই দেখতে পাব না। সুতরাং দৈনন্দিনজীবনে কোনো কাজ আমরা সুষ্ঠ ভাবে করতে পারবো না। তাই আমাদের চোখের যত্ন নেওয়া উচিত।

13. কীভাবে নানারকম খাবার দেশে-বিদেশে ছড়িয়ে পড়লো?
Ans. আগে মানুষ দেশ বিদেশে যাতায়াত করতে পারতো না এবং বনের ফল মূল খেয়ে বেঁচে থাকত এবং ধীরে ধীরে নানা জায়গার মানুষ নানা রকমের খাবার তৈরি করতে লাগলো তারপর দীর্ঘ দিন পর যখন মানুষ জাহাজের মাধ্যমে দেশ বিদেশে পারি দেয় তখন তাদের যেখানের খাবার পছন্দ হতো সেখানের খাবার তারা নিজেদের দেশে নিয়ে আসত এই ভাবে নানারকম খাবার দেশে বিদেশে ছড়িয়ে পড়তে শুরু করে।

14. মহিলারা বর্ষাকালে সিন্থেটিক শাড়ি কেন পরেন?
Ans. মহিলারা বর্ষাকালে সিন্থেটিক শাড়ি পরেন কারণ সিন্থেটিক শাড়ি ভিজে গেলে খুব দ্রুত শুকিয়ে যায় এবং সিন্থেটিক শাড়ি কাচার পরে কচকাই না তাই মহিলারা বর্ষাকালে সিন্থেটিক শাড়ি ব্যবহার করেন।

15. কী কী কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে?
মানুষ বাসস্থান পরিবর্তন প্রধান কারণ গুলি নিচে আলোচনা করা হলো-
Ans. প্রথমতঃ বন্যা, খরা ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে এছাড়া ব্যাবসাবানিজ্য ও জীবিকা নির্বাহের জন্য মানুষ বাসস্থান পরিবর্তন করে এবং মানুষ চাকুরীর জন্যও বাসস্থান ছেড়ে অন্যত্র চলে যায়।

16. বড়ো রাস্তার পাশে বাড়ি থাকলে কী কী অসুবিধা হতে পারে?
Ans. বড়ো রাস্তার পাশে বাড়ি থাকলে যা যা অসুবিধা হয় তা হলো বড়ো রাস্তার পাশে বড়ো বড়ো চলাচলের ফলে বাড়িতে ধূলোবালি ভর্তি হয়ে যায়। বড়ো রাস্তার পাশে  বাড়ি থাকলে গাড়ির শব্দে বা হর্ণের আওয়াজে পড়াশোনার ব্যাঘাত ঘটে। সবসময় রাস্তা পারাপার হওয়ার সময় রাস্তার দিকে নজর রেখে চলাচল করতে হয়। যানবাহনের ধোঁয়ায় বাড়ির আশেপাশের পরিবেশে বায়ু দূষণ হয় এবং বাস, লরি ইত্যাদি বড়ো বড়ো গাড়ি চলাচলের সময় বাড়ি কাঁপতে থাকে।

17. "ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ইট-সিমেন্টের বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালো" - এ বিষয়ে তোমার মতামত লেখো।
Ans. ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ইট-সিমেন্টের বাড়ি তৈরি করলে ভূমিকম্পের ফলে বাড়ির দেওয়ালে ফাটল ধরে ও ভূমিকম্পের সময় ইট-সিমেন্টের বাড়ি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। কাঠের বাড়ি ইট সিমেন্টের বাড়ির তুলনায় হালকা হয় তাই ভূমিকম্পে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে এই জন্য ভূমিকম্প প্রবণ অঞ্চলে ইট সিমেন্টের বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালো। 

18. নদীর পাড়ে বাড়ি থাকার একটি সুবিধা ও একটি অসুবিধা লেখাে।
Ans. নদীর পাড়ে বাড়ি থাকলে নদীপথে যাতায়াতের সুবিধা থাকে ও চাষের কাজের জন্য খুব সহজেই নদীর জল পাওয়া যায়।

19. গরমকালে ও শীতকালে তুমি কি ধরনের পােশাক ব্যবহার করাে?
Ans. গরমকালে আমি হালকা পাতলা সুতির পােশাক ব্যবহার করবো এবং শীতকালে মােটা উলের পােশাক ব্যবহার করবো।

20. বাড়ির ছাদ না থাকলে কী কী অসুবিধা হতে পারে?
Ans. বাড়ির ছাদ না থাকলে যে অসুবিধা গুলি হয় তা আলোচনা করা হলো - বাড়ির ছাদ না থাকলে শীতকালে শীতল বাতাস বাড়িতে প্রবেশ করে বাড়ি ঠান্ডা করে দেয় আবার গরমকালে সূর্যের তাপে ঘর গরম হয়ে যায় এবং বর্ষাকালে বৃষ্টির জল বাড়ির মধ্যে প্রবেশ করলে অনেক অসুবিধা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন