জিয়ড কাকে বলে

জিয়ড কথার অর্থ কি Geoid Meaning in Bengali

গ্রিক শব্দ জিও এর অর্থ পৃথিবী এবং ইয়ড এর অর্থ হল দর্শন বা দেখা যা থেকে ইংরেজিতে জিয়ড শব্দটি এসেছে অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরেজিতে Geoid বা জিয়ড বলে

জিয়ড কাকে বলে

আমরা জানি যে পৃথিবী গোলাকার কিন্তু আসলে পৃথিবীর আকৃতি আদর্শ অভিগত গোলাকার নয় কারণ পৃথিবীর সর্বত্র সমান নয় সমুদ্রতল, পর্বত, পাহাড়, মালভূমি ভূপৃষ্টকে উচুঁ নিচু ঢেউ খেলানো বন্ধুর ভূমিরূপ দান করেছে। পৃথিবীর উচ্চতম অংশ হল হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট যার উচ্চতা প্রায় 8848 মিটার আবার পৃথিবীর নিম্নতম অংশ হল প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা খাত যার গভীরতা 11000 মিটারেরও বেশি অর্থাৎ ভূপৃষ্ঠে বন্ধুরতার পরিমাণ প্রায় 20 কিলোমিটার।

কৃত্রিম উপগ্রহ থেকে পাঠানো ছবি দেখে জানা গিয়েছে যে পৃথিবীর উত্তর মেরুর তুলনায় দক্ষিণ মেরু কিছুটা চাপা অর্থাৎ পৃথিবীর উত্তর মেরু 20 উচুঁ এবং দক্ষিণ মেরু 20 মিটার নিচু। 

ভূপৃষ্ঠে উচুঁ নিচু পাহাড়,পর্বত, মালভূমি, নদী, সমুদ্র অবস্থান করলেও পৃথিবীর আকৃতি এবড়ো খেবড়ো নয় বরং পৃথিবী বেশ মসৃণ। পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোল নয় আবার পৃথিবী উপর ও নিচের অংশ কিছুটা চাপা ও মধ্য ভাগ স্ফীত বলে আমরা অনেক সময় পৃথিবীকে কমলালেবু বা ন্যাস্পতির আকৃতির সঙ্গে তুলনা করে থাকি কিন্তু পৃথিবীর আকৃতির সঙ্গে কমলালেবুর কিছুটা মিল থাকলেও পৃথিবীর আকৃতি সম্পূর্ণ কমলালেবুর মতো নয় এর থেকে প্রমাণ হয় পৃথিবীর আকৃতি কারোর সাথে তুলনীয় নয়। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো যাকে ইংরেজিতে জিওয়েড বলে।

আরও পড়ুনঃ

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন