আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য হল উচ্চ মাধ্যমিক ভূগোল এর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যা প্রায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে। এই পোস্টে আলোচনা করা হয়েছে দ্বাদশ শ্রেণী ভূগোল এর গুরুত্বপূর্ণ প্রশ্ন আবহবিকার ও ক্ষয়ীভবন এর পার্থক্য উত্তর। এই প্রশ্নটি আগামী উচ্চমাধ্যমিক পরীক্ষা 2021 এর জন্য খুব ইমপোর্টেন্ট।
আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য
আবহবিকার কাকে বলে |
আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন - বৃষ্টিপাত, আদ্রতা, উষ্ণতা ইত্যাদি দ্বারা বিচূর্ণ ও বিয়োজিত হওয়ার ঘটনাকে আবহবিকার বলে। |
ক্ষয়ীভবন কাকে বলে |
প্রাকৃতিক শক্তি যথা- নদীপ্রবাহ, জলস্রোত, বায়ুপ্রবাহ, হিমবাহ প্রভৃতির প্রভাবে শিলার ক্ষয় ও ক্ষয়জাত পদার্থের স্থানান্তরকে ক্ষয়ীভবন বলে। |
শ্রেণিবিভাগ : আবহবিকার প্রধানতঃ তিন প্রকার যথা ১) যান্তিক আবহবিকার ২) রাসায়নিক আবহবিকার ৩) জৈব আবহবিকার
ক্ষয়ীভবন তিন ভাবে ঘটে থাকে যথা ১) ঘর্ষণ ২) পরিবহন ৩) অবক্ষেপন
প্রক্রিয়া : আবহবিকার ও ক্ষয়ীভবন উভয় ভিন্ন প্রক্রিয়ায় ঘটে থাকে যথা আবহবিকার হল একটি স্থৈথিক ও আরোহন প্রক্রিয়া এবং ক্ষয়ীভবন হল গতিশীল ও অবরোহন প্রক্রিয়া।
অপসারণের সঙ্গে সম্পর্ক : আবহবিকার এর সঙ্গে অপসারণ সম্পর্ক যুক্ত নয় সেই জন্য এটি একটি স্থৈতিক প্রক্রিয়া।
ক্ষয়ীভবনের সঙ্গে অপসারণ সম্পর্ক যুক্ত সেই জন্য এটি একটি গতিশীল প্রক্রিয়া।
অভ্যন্তরীণ ভাগের উন্মুক্ততা : আবহবিকার প্রক্রিয়ায় মূল শিলাস্তরের অভ্যন্তরীন ভাগ উন্মুক্ত হয়ে পরে না কিন্তু ক্ষয়ীভবন প্রক্রিয়ায় মূল শিলাস্থরের অভ্যন্তরীন ভাগ উন্মুক্ত হয়ে পরে।
গতি : আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে গতিতে পার্থক্য রয়েছে আবহবিকার হল একটি ধীরগতির প্রক্রিয়া এবং আবহবিকার খুব ধীর গতিতে ঘটে থাকে। অপরদিকে ক্ষয়ীভবন হল একটি দ্রুতগামী প্রক্রিয়া। ক্ষয়ীভবন খুব দ্রুত গতিতে ঘটে থাকে।
মাধ্যম : আবহবিকার ও ক্ষয়ীভবন উভয়ের মাধ্যম গুলির মধ্যে পার্থক্য আছে আবহবিকার ও ক্ষয়ীভবন ভিন্ন ভিন্ন মাধ্যম দ্বারা ঘটে থাকে। আবহবিকার প্রধান মাধ্যম গুলি হল উষ্ণতা, আদ্রতা, বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি যেখানে ক্ষয়ীভবনের প্রধান মাধ্যম গুলি হল নদী, হিমবাহ, সমূদ্রতরঙ্গ, জলশ্রোত, বায়ুপ্রবাহ ইত্যাদি।
প্রভাব : আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য হল আবহবিকার ক্ষয়ীভবনকে সরাসরি প্রভাবিত করে থাকে কিন্তু ক্ষয়ীভবন আবহবিকারকে সরাসরি প্রভাবিত করতে পারে না।
শিলার স্থানান্তর : আবহবিকারের ফলে চূর্ণবিচূর্ণ শিলার টুকরো গুলি একই স্থানে অবস্থান করে। এই প্রক্রিয়ায় শিলার স্থানান্তর ঘটে না।
ক্ষয়ীভবনের ফলে চূর্ণবিচূর্ণ শিলার টুকরো একস্থানে থাকে না। ক্ষয়ীভবনে শিলার স্থানান্তর ঘটে।
একটি মন্তব্য পোস্ট করুন