পরিমাপের একক কাকে বলে
ভৌতরাশি পরিমাপের মানকে একক বলে অর্থাৎ কোন ভৌত রাশি পরিমাপ করতে ওই রাশির একটি নির্দিষ্ট পরিমাণকে মান হিসেবে গ্রহণ করে প্রদত্ত রাশিটির পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট পরিমানটিকে উক্ত ভৌতরাশির একক বলে।
একক কত প্রকার ও কি কি
একক তিন প্রকার যথা: ১) মৌলিক একক ২) যৌগিক বা লব্ধ একক ৩) ব্যবহারিক একক
মৌলিক একক কাকে বলে
যে একক অন্য কোন একক এর উপর নির্ভশীল নয় এবং একেবারে স্বাধীন ভাবে গঠিত হয় তাকে মৌলিক একক বলে। যেমন দৈর্ঘ্য, ভর ও সময় হল মৌলিক একক এর উদাহরণ। এই তিনটি রাশির একক অন্য কোন এককের উপর নির্ভরশীল নয় এবং এই রাশি গুলি থেকে অন্য রাশির একক গঠন করা যায়।
লব্ধ বা যৌগিক একক কাকে বলে
যে একক মৌলিক একক এর উপর নির্ভরশীল অর্থাৎ যেসব একক এক বা একাধিক মৌলিক একক এর সাহায্যে গঠিত হয় তাকে যৌগিক বা লব্ধ একক বলে। যেমন ক্ষেত্রফলের একক একটি লব্ধ একক কারণ ক্ষেত্রফলের একক=দৈর্ঘ্যের একক×দৈর্ঘ্যের একক অর্থাৎ ক্ষেত্রফলের একক একাধিক মৌলিক একক দ্বারা গঠিত সুতারং ক্ষেত্রফলের একক একটি লব্ধ একক।
ব্যবহারিক একক কাকে বলে
কোনো কোনো প্রাথমিক বা মূল একক খুব বড় বা ছোট হওয়ার কারণে ব্যবহারিক কাজে তাদের উপগুনিতক বা গুনিতককে একক হিসাবে ব্যবহার করা হয় তাকে ব্যবহারিক একক বলে।
এককের প্রয়োজনীয়তা
- একক ছাড়া কোন ভৌতরাশিকে পরিমাপ করা যায় না।
- কেবল রাশির মান দ্বারা কিছু বোঝা যায় না।
- বিভিন্ন ভৌত রাশির পরিমাপ এর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য।
- কোন ভৌত রাশির স্বতন্ত্রতা একক দ্বারা বোঝানো হয়।
- কোনো ভৌত রাশির স্বাভাবিক অবস্থা নিরূপণ এর জন্য।
- ভৌতরাশি সমম্বিত সমীকরণ যাচাই করার জন্য।
এস আই ( Si ) একক কাকে বলে
বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন একক থাকার ফলে প্রাকৃতিক রাশি প্রকাশের ক্ষেত্রে যে অসুবিধার সৃষ্টি হয় তা দূর করার জন্য বিজ্ঞানীরা ১৯৬০ সালে বিশ্বব্যাপী সর্বগ্রহনযোগ্য একটি পদ্ধতি প্রচলন করেন। এই পদ্ধতিকে আন্তজার্তিক একক পদ্ধতি বা si একক বলে। কয়েকটি Si একক এর উদাহরণ হলো কিলোগ্রাম (kg), সেকেন্ড (s), মিটার (m), অ্যাম্পিয়ার (A), অ্যাম্পিয়ার (A), মোল (mol)
বিভিন্ন এস আই একক ও সংকেত
ভৌত রাশি | একক | সংকেত |
---|---|---|
দৈর্ঘ্য | মিটার | m |
ভর | কিলোগ্রাম | kg |
সময় | সেকেন্ড | s |
শক্তি | জুল | J |
তড়িৎপ্রবাহ | অ্যামপিয়ার | A |
উষ্ণতা | কেলভিন | K |
পদার্থের পরিমাণ | মোল | mol |
আয়তন | ঘনমিটার | m³ |
ঘনত্ব | কিলােগ্রাম / মিটার³ | kgm –³ |
বেগ | মিটার / সেকেন্ড | ms–¹ |
বল | নিউটন | N |
ক্ষমতা | ওয়াট | W |
চাপ | পাস্কাল বা নিউটন / মি² | Pa বা Nm–² |
তড়িৎবিভব | ভোল্ট | V |
রোধ | ওহম | Ω |
কম্পাঙ্ক | হার্জ | Hz |
তড়িদাধান | কুলম্ব | C |
একটি মন্তব্য পোস্ট করুন