দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন 2022

দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন 2022

প্রিয় ছাত্র-ছাত্রীরা এই পোস্টে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন ২০২২ ( HS Geography Suggestion 2022) দেওয়া হয়েছে। এখানে দ্বাদশ শ্রেণীর ভূগোল সমস্ত অধ্যায় বড়ো প্রশ্ন সাজেশন রয়েছে। এই West Bengal WBCHSE Class 12 Geography Suggestion 2022 – উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ আঞ্চলিক ভূগোল বড়ো প্রশ্ন ও উত্তর গুলি আগামী HS Geography Exam 2022 – উচ্চ মাধ্যমিক ভূগোল ২০২২ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা WBCHSE High Secondary Geography Suggestion 2022 এর প্রশ্ন গুলি পড়লে পরিক্ষায় ভালো ফলাফল করতে পারবে।

  • উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল সাজেশন Click here

উচ্চ মাধ্যমিক আঞ্চলিক ভূগোল

উচ্চ মাধ্যমিক আঞ্চলিক ভূগোল
দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন প্রথম অধ্যায়
অর্থনৈতিক ক্রিয়াকলাপ 

1. বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের বর্ণনা দাও।

দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন দ্বিতীয় অধ্যায়
কৃষি

1. ভারতের চা উৎপাদক অঞ্চল গুলির বর্ণনা দাও। ভারতে এই শিল্পের সমস্যা কী?

2. ভূমধ্যসাগরীয় কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে বিখ্যাত কেন? মিশর কাপাস চাষে উন্নত কেন ?

3. শস্যাবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখো। ভারতে ডাল চাষের সমস্যা কী কী? শ্বেত বিপ্লবের প্রভাব সংক্ষেপে লেখো। ভারতের নীল বিপ্লব সম্পর্কে সংক্ষেপে লেখো।

4. ধানচাষকে জীবিকাসত্তাভিত্তিক কৃষি বলা হয় কেন? ধান ও গম উৎপাদনের অনুকূল পরিবেশের মধ্যে তুলনামূলক আলোচনা করো।

5. জীবিকাসত্তাভিত্তিক ও বাণিজ্যিক কৃষি/ নিবিড় ও ব্যাপক কৃষি/ স্থানান্তর ও স্থায়ী কৃষির মধ্যে পার্থক্য লেখো।

6. বাণিজ্যিক কৃষি ও বাজারভিত্তিক উদ্যান কৃষির বৈশিষ্ট্য লেখো। বাজারভিত্তিক উদ্যান কৃষির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে কেন?

7. ব্যাপক কৃষি প্রধানত রপ্তানিভিত্তিক হওয়ার কারণ কী ? উষ্ণ ও আদ্র কৃষির মধ্যে পার্থক্য লেখো। আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণের দু’টি করে সুফল ও কুফল লেখো।

8. ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। নিবিড় জীবিকাসত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন? শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও।

দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন তৃতীয় অধ্যায়
শিল্প

1. দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন? ভারতে লৌহ-ইস্পাত শিল্পের সমস্যাগুলি লেখো। পেট্রো-রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন?

2. মুম্বাই-আমেদাবাদে বা পশ্চিম ভারতে কার্পাসবয়ন শিল্পের একদেশীভবনের কারণ কী? কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? মালয়েশিয়া রবার শিল্পে উন্নত কেন?

3. পূর্ব ও মধ্যভারতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কী? ভারতে রেডিমেড পোশাক শিল্প গড়ে ওঠার কারণগুলি সংক্ষেপে লেখো।

4. খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প কী? এই শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো।

5. পশ্চিম ভারতে পেট্রো-রাসায়নিক শিল্প গড়ে ওঠার কারণ কী? বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রে কার্পাস শিল্প দক্ষিণাঞ্চলে স্থানান্তরের কারণ কী?

6. কাপাসবয়ন শিল্পে ভারত ও USA-এর নিউ ইংল্যান্ড অলের উন্নতির কারণ কী ? নিউ ইংল্যান্ড অঞলের কার্পাসবয়ন শিল্পে অবনতির কারণ কী? ডেট্রয়েটে মোটরগাড়ি নির্মাণকেন্দ্র কেন বিকাশ লাভ করেছে?

দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন চতুর্থ অধ্যায়
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ

1. সোনালি চতুর্ভুজ কাকে বলে? কোনো দেশের অর্থনীতির ওপর পর্যটন শিল্পের প্রভাব আলোচনা করো। আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি কী?

2. ডিজিটাল ডিভাইড কী? কোয়ার্টানারি ও কুইনারি ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্য লেখো।

দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন পঞ্চম অধ্যায়
জনসংখ্যা

1. বিশ্বব্যাপী জনসংখ্যা বণ্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

2. উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের পার্থক্য লেখো। ভারতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হওয়ার কারণ কী? মানুষ-জমি অনুপাতকে একটি গতিশীল ধারণা বলার কারণ কী?

3. কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য লেখো। ভারতের জনসংখ্যা বৃদ্ধির পর্যায়গুলি সংক্ষেপে লেখো। ভারতে জনাকীর্ণতা ও জনবিরলতার কয়েকটি প্রভাব লেখো। ভারতে জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি সংক্ষেপে লেখো।

দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন ষষ্ঠ অধ্যায়
জনবসতি

1. আয়তন অনুযায়ী ও লুই মামফোর্ডের তত্ত্ব অনুযায়ী পৌরবসতির শ্রেণিবিভাগ করো।

2. বিভিন্ন ধরনের গ্রামীণ বসতি গড়ে ওঠার কারণ কী? ভারতে নগরায়ণের বৈশিষ্ট্যগুলি কী?

3. 2011 সালে ভারতে নগরায়ণের গতিপ্রকৃতি আলোচনা করো। গ্রামীণ ও পৌরবসতির মধ্যে পার্থক্য লেখো।

দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন সপ্তম অধ্যায়
আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন

1. ছত্তিশগড়ের খনিজ সম্পদের বিবরণ দাও। বেঙ্গালুরুকে ভারতের ইলেকট্রনিক্স শহর বা নব্যপ্রযুক্তির শহর বলার কারণ কী?

2. পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঙ্কুলের মধ্যে পার্থক্য লেখো।

3. বেঙ্গালুরুতে ইলেকট্রনিক্স শিল্পের উন্নতির কারণ কী? বেঙ্গালুরুতে ইলেকট্রনিকস শিল্পের সমস্যা ও সমাধান সংক্ষেপে লেখো।

এই সাইটের উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যেমন এই সাজেশন গুলি ফলো করলে আপনি পরিক্ষায় ৯০% কমন প্রশ্ন পাবেন। ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর রয়েছে। প্রতিটি বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শ্রেণীর সমস্ত বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সাধারণ জ্ঞান, বিভিন্ন পরিক্ষার প্রস্তুতি, বিজ্ঞান এবং কম্পিউটার প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আমাদের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার এই উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে সেয়ার করুন যাতে তারাও বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারে আর আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন