উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর
HS History Question Answer 2022
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (প্রশ্নমান-১)
অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর
প্রশ্নের মান - ১
১. ইতিহাস কাকে বলে?
Ans. অতীত থেকে বর্তমান পর্যন্ত মানুষের কর্মকাণ্ডের ধারাবাহিক বিবরণ হলো ইতিহাস।
২. পশ্চিমবঙ্গের কয়েকটি জাদুঘরের নাম লেখো।
Ans. ভারতীয় জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং হাজারদুয়ারি জাদুঘর রাজ্যের অন্যতম জাদুঘর।
৩. মৌখিক ঐতিহ্যের ভিত্তিতে রচিত ইতিহাস গ্রন্থের নাম লেখো।
Ans. গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস রচিত The Histories মৌখিক ঐতিহ্যের ভিত্তিতে লেখা হয়েছে।
৪. এশিয়াটিক সোসাইটির লক্ষ্য কী ছিল?
Ans. মূলত প্রাচ্য সাহিত্য ও ইতিহাসের গবেষণার দ্বারা পাশ্চাত্যের সাথে এর যোগসূত্র স্থাপন করাই এশিয়াটিক সোসাইটির মূল লক্ষ্য ছিল।
৫. জাদুঘরের মূল উদ্দেশ্য কী ?
Ans. প্রত্ন নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, অতীত সমাজ-সভ্যতার ধারণা দান, জনসচেতনতা গঠন করা প্রভৃতি।
৬. পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব কী?
Ans. ইতিহাস অতীতের ধারণা দানে, জ্ঞানের বিকাশে, ঘটনার ধারাবাহিকতা অনুধাবনে, অতীত ও বর্তমানের মধ্যে সম্পর্ক স্থাপনে সাহায্য করে।
৭. স্মৃতিকথার উদাহরণ দাও।
Ans. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘জীবনস্মৃতি স্মৃতিকথার একটি উদাহরণ।
৮. ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি?
Ans. কলহন রচিত রাজতরঙ্গিণী দেশের প্রাচীনতম গ্রন্থ।
৯. ভারতের দুটি প্রাচীন সভ্যতার নাম লেখো।
Ans. হরপ্পা ও মহেঞ্জোদারো এবং মেহেরগড় সভ্যতা হলো প্রাচীন সভ্যতার উদাহরণ।
১০. স্মৃতিকথার বৈশিষ্ট্য কী?
Ans. স্মৃতিকথায় বর্ণিত কাহিনিকে কোনো ব্যক্তি বিশেষের বাস্তব অভিজ্ঞতার বিবরণ বলা যায়।
১. কোন কোন অঞ্চল নিয়ে ইস্ট ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিজ গঠিত হয়?
Ans. জাভা, সুমাত্রা, বালি ও বোর্নিও দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হয়।
২. হবসনের মতে কী কারণে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে?
Ans. হবসনের মতে, পুঁজিবাদের বণ্টন ব্যবস্থার ত্রুটির জন্যই সাম্রাজ্যবাদের উদ্ভব হয়।
৩. ‘ওয়েলথ অব নেশনস’ কার লেখা?
Ans. ‘ওয়েলথ অব নেশনস’ রচনা করেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ।
৪. ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন?
Ans. হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশ আবিষ্কার করেন ক্যাপ্টেন কুক।
৫. মুক্ত বাণিজ্য নীতির প্রবক্তাদের কী বলা হতো? এই নীতির অন্যতম সমর্থক কে ছিলেন?
Ans. ফিজিওক্র্যাটস বলা হতো। এই নীতির অন্যতম সমর্থক হলেন অ্যাডাম স্মিথ।
৬. উপনিবেশবাদ’ কী?
Ans. কোনো অঞ্চলের বাসিন্দাদের উপর সাম্রাজ্যবাদী নীতিতে বিশ্বাসী কোনো শক্তির সার্বভৌম আধিপত্য প্রতিষ্ঠাকেই বলা হয় উপনিবেশবাদ।
৭. নির্জোট আন্দোলন কী?
Ans. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকার সদ্য স্বাধীন দেশগুলি ঠান্ডা লড়াই থেকে দূরে সরে নিজ স্বার্থ রক্ষার জন্য যে আন্দোলন করে তা-ই নির্জোট আন্দোলন নামে পরিচিত।
৮. কবে, কাদের মধ্যে প্রথম অহিফেন বা আফিমের যুদ্ধ হয়?
Ans. ১৮৩৯ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও চিনের মধ্যে। নানকিং সন্ধি দ্বারা এই যুদ্ধের নিষ্পত্তি হয়।
৯. কাদের মধ্যে দ্বিতীয় অহিফেন বা আফিমের যুদ্ধ হয়?
Ans. ব্রিটিশ ও ফরাসি জোটের মধ্যে। তিয়েন সিনের সন্ধি দ্বারা এই যুদ্ধের নিষ্পত্তি হয়।
১০. সাম্রাজ্যবাদ কাকে বলে?
Ans. কোনো শক্তিধর রাষ্ট্র যখন অন্য কোনো রাষ্ট্র বা জাতির উপর অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ স্থাপন করে তাকেই বলে সাম্রাজ্যবাদ।
১১. বাণিজ্যিক পুজি কাকে বলে?
Ans. উৎপাদনের জন্য নয়, কেবলমাত্র ব্যাবসাবাণিজ্য পরিচালনার জন্য যে পুঁজি কাজে লাগানো হয়, সেটাই বাণিজ্যিক পুঁজি। ব্যবসায় বাড়তি লাভ হলে এধরনের পুঁজি বাড়ানো সম্ভব।
১২. উপনিবেশবাদ -এর অর্থ কী?
Ans. Colonialism বা উপনিবেশবাদ শব্দের উৎস লাতিন শব্দ Colonia। এর অর্থ হলো বিশাল সম্পত্তি বা এস্টেট।
১৩. আফ্রিকাকে কেন বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’?
Ans. উনিশ শতকের মধ্যভাগের আগে পর্যন্ত আফ্রিকার অধিকাংশ অলই ইউরোপের মানুষের কাছে অচেনা ও অনাবিষ্কৃত ছিল। তাই একে বলা হতো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ।
১৪. কোন সময়কাল ‘নব সাম্রাজ্যবাদের যুগ’ বলে পরিচিত?
Ans. ১৮৭০-১৯১৪ খ্রি: মধ্যবর্তী পর্যায় নব সাম্রাজ্যবাদের যুগ হিসেবে পরিচিত।
১৫. নীলজল নীতি’ কী?
Ans. পোর্তুগিজ শাসনকর্তা আলবুকার্কের সাম্রাজ্য বিস্তার নীতি নীলজল নীতি’ নামে পরিচিত।
১৬. সর্বপ্রথম শিল্পবিপ্লব কোথায় শুরু হয়েছিল?
Ans. ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লবের সূচনা হয়।
১৭. কার নেতৃত্বে, কবে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়?
Ans. জার্মান চ্যান্সেলর বিসমার্কের নেতৃত্বে ১৮৮৫ খ্রিস্টাব্দে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮. আমেরিকা ছিল কাদের উপনিবেশ ?
Ans. আমেরিকা ছিল ব্রিটিশদের উপনিবেশ।
১৯. আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে?
Ans. ১৭৭৬ খ্রি: ভাসাই সন্ধির মাধ্যমে আমেরিকা স্বাধীনতা লাভ করে।
২০. আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কে নেতৃত্বে ছিলেন?
Ans. আমেরিকার স্বাধীনতা যুদ্ধে মুখ্য ভূমিকা নেন জর্জ ওয়াশিংটন।
২১. ‘ওয়েল্ট পলিটিক’ বলতে কী বোঝো?
Ans. জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়াম কর্তৃক অনুসৃত বিশ্ব-রাজনীতির তত্ত্ব ‘ওয়েল্ট পলিটিক’ বলে চিহ্নিত।
২২. লেনিন রচিত সাম্রাজ্যবাদ বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো।
Ans. Imperialism – The Highest Stage of Capitalism
১. কাকে বলা হয় কোড কর্নওয়ালিশ’?
Ans. কোম্পানির দুর্নীতিগ্রস্ত ও অসৎ কর্মচারীদের বাগে আনতে এবং দক্ষতা বৃদ্ধির জন্য লর্ড কর্নওয়ালিশ ১৭৯৩ খ্রি: নির্দিষ্ট কিছু কর্মপদ্ধতি প্রণয়ন করেন। এটাই কোড কর্নওয়ালিশ নামে বিখ্যাত।
২. কে, কবে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন?
Ans. প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় ১৯০১ সালে কলকাতায় গড়ে তোলেন বেঙ্গল কেমিক্যালস।
৩. কবে, কাদের মধ্যে প্রথম অহিফেন যুদ্ধ হয়?
Ans. ১৮৩৯-১৮৪২ সাল পর্যন্ত ব্রিটেন ও চিনের মধ্যে হয় প্রথম অহিফেন যুদ্ধ।
৪. কবে স্বাক্ষরিত হয় পুরন্দরের সন্ধি?
Ans. ১৭৭৬ সালে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও হেস্টিংসের মধ্যে হয়েছিল। পুরন্দরের সন্ধি।
৫. কবে হয় বেসিনের সন্ধি? এর দু’টি শর্ত লেখো।
Ans. দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে ১৮০২ সালে হয় বেসিনের সন্ধি। দুটি শর্ত : (i) পেশোয়া অধীনতামূলক মিত্ৰতা নীতি মেনে নেন। (ii) পুনায় ইংরেজ সেনাবাহিনী নিয়োজিত হয়।
৬. এজেন্সি ব্যবস্থা বলতে কী বোঝো?
Ans. ১৭৫৩-৭৫ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধীনস্থ কর্মচারীদের এজেন্ট বানিয়ে তাদের থেকেই পণ্যসামগ্রী কিনত। এটাই এজেন্সি ব্যবস্থা।
৭. অব-শিল্পায়ন বলতে কী বোঝো?
Ans. ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ভারতের বাজারে প্রভূত পরিমাণে ব্রিটিশ শিল্পপণ্য চলে আসায় প্রতিযোগিতার জেরে বাংলার কুটিরশিল্প ধ্বংস হয়। এটাই অব-শিল্পায়ন।
৮. এদেশে কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়?
Ans. ১৮৫৫ খ্রি: ব্রিটিশ কর্মচারী জর্জ অকল্যান্ড রিষড়ায় দেশের প্রথম পাটকল গড়ে তোলেন।
৯. দেশে কবে প্রথম কাপড় কল প্রতিষ্ঠিত হয়?
Ans. পারসি শিল্পপতি কাউয়াসজি নানাভাই দাভর বোম্বাইয়ে ১৮৫৩ খ্রি: সর্বপ্রথম কাপড় কল গড়ে তোলেন।
১০. ইংরেজরা কার কাছ থেকে, কবে দেওয়ানি লাভ করে?
Ans. ১৭৬৫ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে।
১১. দস্তক বলতে কী বোঝো?
Ans. মুঘল সম্রাট ফারুকশিয়ার ১৭১৭ খ্রিস্টাব্দে কোম্পানিকে বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে ভারতে বিনাশুল্কে বাণিজ্য করার যে অধিকার দেন তা দস্তক নামে পরিচিত।
১২. কাও-তাও প্রথা কী ?
Ans. কোনো বিদেশি চিন সম্রাটের দর্শন পেলে তাকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম জানাতে হতো—এই প্রথাই কাও-তাও প্রথা নামে পরিচিত।
১৩. কবে, কার দ্বারা দ্বৈত শাসনের অবসান হয়?
Ans. ১৭৭২ খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস-এর দ্বারা।
১৪. সবাইয়ের সন্ধি কবে, কাদের মধ্যে হয়?
Ans. ১৭৮২ খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে মারাঠা পেশোয়াদের।
১৫. স্যার টমাস রো কবে ভারতে আসেন?
Ans. ব্রিটিশরাজ প্রথম জেমসের দূত টমাস রো ১৬১৫ খ্রি: জাহাঙ্গিরের রাজদরবারে আসেন। মোগল সম্রাটের থেকে বাণিজ্যিক সুযোগ লাভই ছিল তাঁর উদ্দেশ্য।
১৬. ‘অন্ধকূপ হত্যা’ বলতে কী বোঝো?
Ans. ব্রিটিশ কর্মচারী হলওয়েল -এর বিবরণে প্রকাশ, ১৭৫৬ সালে সিরাজ-উদ-দৌলার কলকাতা অভিযানের পর তার নির্দেশে বন্দি ১৪৬ জন ব্রিটিশ সৈন্যকে ১৮ x ১৪ x ১০ ফুট আয়তন বিশিষ্ট অন্ধকার ঘরে আটকে রাখা হয়। এতে ১২৩ জন দমবন্ধ হয়ে মারা যায়। একে বলা হয় অন্ধকূপ হত্যা।
১৭. কোন আইনে ‘ভাইসরয়’ পদের উদ্ভব হয়? প্রথম ভাইসরয় কে?
Ans. ১৮৫৮ -এর ভারত শাসন আইনে ভাইসরয় পদের উদ্ভব হয়। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
১৮. ব্রিটিশ ভারতে সম্পদের বহির্গমন” কাকে বলা হতো?
Ans. ব্রিটিশ শাসকরা প্রচুর ভারতীয় সম্পদ শোষণ করে ইংল্যান্ডে নিয়ে যান। এটাই সম্পদের বহির্গমন’ বলে চিহ্নিত।
১৯. গ্যারান্টি ব্যবস্থা কী ?
Ans. এদেশে রেলপথ নির্মাণে ইংরেজ কোম্পানিকে প্রলুব্ধ করার জন্য ব্রিটিশ সরকার তাদের নিখরচায় জমি, বাৎসরিক বিনিয়োগে নির্দিষ্ট সুদ প্রদান ইত্যাদি বিষয়ে আশ্বাস দেয়। এটাই গ্যারান্টি ব্যবস্থা।
২০. কে, কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন ?
Ans. ১৭৯৩ -এর ২২ মার্চ বাংলা, বিহার, ওড়িশায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিশ।
২১. কে, কবে ভ্রাম্যমাণ কমিটি নিয়োগ করেন?
Ans. ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য ১৭৭২ খ্রিস্টাব্দে নিয়োগ করেন।
২২. কে, কবে, কী উদ্দেশ্যে আমিনি কমিশন গঠন করেন?
Ans. ওয়ারেন হেস্টিংস-এর উদ্যোগে রাজস্ব সম্পর্কিত তথ্যের জন্য ১৮৭৬ সালে গঠিত হয়।
২৩. বিদরার যুদ্ধ কবে, কাদের মধ্যে হয় ?
Ans. ১৭৫৯ খ্রিস্টাব্দে ওলন্দাজদের সাথে ইংরেজদের। ওলন্দাজরা পরাজিত হয়।
২৪. কবে, কাদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয়?
Ans. ১৭৬০ খ্রিস্টাব্দে ভারতের ইংরেজ ও ফরাসি কর্তৃপক্ষের মধ্যে হয়।
২৫. দ্বৈত শাসন বলতে কী বোঝো?
Ans. ১৭৬৫ খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভের পর আইনগত দিক বাংলার নবাবের হাতে থাকলেও শাসনক্ষমতা চলে যায় কোম্পানির হাতে। তা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত।
১. কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
Ans. বড়োলাট লর্ড বেন্টিঙ্ক ১৮২৯ সালে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। একাজে তাঁকে সহায়তা করেন রাজা রামমোহন রায়।
২. কে পার্থেনন পত্রিকা প্রকাশ করেন ?
Ans. নব্যবঙ্গ আন্দোলনের অন্যতম নেতা ডিরোজিও ১৮৩০ সালে পার্থেনন পত্রিকা প্রকাশ করেন।
৩. কবে, কারা গড়ে তোলেন থিওসফিক্যাল সোসাইটি ?
Ans. ১৮৫৭ সালে কর্নেল এইচ এস ওলকট, হেলেনা ব্লাভাস্কি প্রমুখের উদ্যোগে আমেরিকায় এটি গড়ে ওঠে।
৪. আর্যসমাজ -এর প্রতিষ্ঠাতা কে?
Ans. স্বামী দয়ানন্দ সরস্বতী ১৮৭৫ সালে বোম্বাইয়ে আর্যসমাজ গড়ে তোলেন।
৫. কবে গুরুকুল আশ্রম স্থাপিত হয় ?
Ans. ১৯০২ সালে স্বামী শ্ৰদ্ধানন্দ কর্তৃক হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠিত হয়।
৬. কে, কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?
Ans. ১৮১৭ খ্রিস্টাব্দ ডেভিড হেয়ার ও রামমোহন রায়।
৭. উডের ডেসপ্যাচ কী ?
Ans. ১৮৫৪ খ্রিস্টাব্দে চার্লস উড শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা পেশ করেন তা উডের ডেসপ্যাচ নামে পরিচিত।
৮. কলকাতা মাদ্রাসা কে, কবে প্রতিষ্ঠা করেন?
Ans. ১৭৮১ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস।
৯. তজবোধিনী পত্রিকা কার সম্পাদনায়, কবে প্রকাশিত হয়?
Ans. দেবেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় ১৮৩৪ খ্রিস্টাব্দে।
১০. কে, কবে শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে বক্তৃতা দেন?
Ans. স্বামী বিবেকানন্দ ১৮৯৩ খ্রিস্টাব্দে।
১১. পতিদার বলতে কী বোঝো?
Ans. ইংরেজ আমলে গুজরাটে ‘পতি’ বা গ্রামের যৌথ মালিকানাধীন জমির রাজস্ব আদায়কারী মোড়লকে বলা হতো পতিদার।
১২. শতদিবসের সংস্কার বলতে কী বোঝো?
Ans. ১৮৯৮ সালে চিনা সম্রাট কোয়াংসু ঘোষিত এক সংস্কার কর্মসূচি টানা ১০০ দিন ধরে চলেছিল। একে বলা হয় শতদিবসের সংস্কার।
১৩. ৪ মে চিনে ছাত্ররা কার নেতৃত্বে বিক্ষোভ দেখায় ?
Ans. পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন-তু-শিউ-র নেতৃত্বে চিনে ছাত্ররা বিক্ষোভে শামিল হয়।
১৪. প্রার্থনা সমাজ কে গড়ে তোলেন?
Ans. মহারাষ্ট্রের সমাজ সংস্কারক আত্মারাম পাণ্ডুরঙ্গ ১৮৬৭ খ্রি: গড়ে তোলেন প্রার্থনা সমাজ।
১৫. কে, কবে ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন ?
Ans. লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দে।
১৬. কে, কবে রামকৃয় মিশন প্রতিষ্ঠা করেন?
Ans. ১৮৯৭ খ্রিস্টাব্দে বিবেকানন্দ।
১৭. কে, কোথায়, কবে মে ফোর্থ আন্দোলন শুরু করেন?
Ans. ১৯১৯ খ্রিস্টাব্দে ৪ মে চেনতু শিউ-এর নেতৃত্বে।
১৮. ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেন?
Ans. শিশিরকুমার ঘোষ।
১৯. ‘দিকু’ বলতে কী বোঝো?
Ans. বহিরাগত জোতদার, বণিক, মহাজন, ঠিকাদার প্রভৃতি মধ্যস্বত্বভোগী ব্রিটিশ আমলে সুবিধা আদায়ের জন্য আদিবাসী এলাকায় ঢুকে পড়ে। আদিবাসীরা এদের বলত দিকু।
২০. কে, কবে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন?
Ans. ১৮০০ খ্রি: লর্ড ওয়েলেসলি গড়ে তোলেন ফোর্ট উইলিয়াম কলেজ।
২১. সান ইয়াৎ-সেন ঘোষিত তিনটি নীতি কী?
Ans. ১৮৯৮ সালে সান ইয়াৎ-সেন চিনা জনগণের জন্য তিনটি নীতি ঘোষণা করেন। এগুলি হলো – (ক) জনজাতীয়তাবাদ (খ) জনগণতন্ত্রবাদ (গ) জনসমাজবাদ।
২২. কবে গড়ে ওঠে কলকাতা স্কুল সোসাইটি ?
Ans. ১৮১৮ সালে ডেভিড হেয়ার এটি গড়ে তোলেন।
১. রাওলাট কমিশন কাকে বলে?
Ans. ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ঠেকাতে ১৯১৮ সালে স্যার সিডনি। রাওলাট-এর নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠিত হয়। এটাই রাওলাট কমিশন।
২. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কয়েকজনের নাম লেখো।
Ans. মুজাফফর আহমেদ, ধরণী গোস্বামী, পি সি জোশি, অমৃত শ্রীপাদ ডাঙ্গে, গঙ্গাধর অধিকারী প্রমুখ।
৩. মলে-মিন্টো সংস্কার আইনের প্রধান শর্ত কী ছিল?
Ans. মুসলিম সম্প্রদায়কে পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া।
৪. কে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাইট উপাধি ত্যাগ করেন?
Ans. রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ-এর হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন।
৫. মুসলিম লিগ কে প্রতিষ্ঠা করেন?
Ans. ঢাকার নবাব সলিম উল্লাহ মুসলিম লিগের প্রতিষ্ঠা করেন।
৬. ভাইকম সত্যাগ্রহ কবে শুরু হয়
Ans. কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি ১৯৪২ সালের ২ মার্চ ত্রিবাঙ্কুরের ভাইকম মন্দিরে দলিতদের প্রবেশের দাবিতে যে আন্দোলন শুরু করে সেটাই ভাইকম সত্যাগ্রহ।
৭. ৫০-এর মন্বন্তরের পর সরকার কী গঠন করে? কবে রিপোর্ট জমা পড়ে?
Ans. ১৯৪৩ (১৩৫০ বঙ্গাব্দ) -এর মন্বন্তরের পর ব্রিটিশ সরকার দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন গড়ে তোলে। ১৯৪৫ সালে কমিশনের রিপোর্ট জমা পড়ে।
৮. ১৯১৬ সালের লখনউ কংগ্রেসের গুরুত্ব উল্লেখ করো।
Ans. এই অধিবেশনে চরমপন্থী নেতৃবর্গ পুনরায় দলে ফিরে আসায় নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে ঐক্য রচিত হয়। এতে কংগ্রেসের শক্তি বাড়ে।
৯. ব্রিটিশ ভারতে ‘দেশীয় রাজ্য’ কাকে বলা হতো?
Ans. ১৮৫৮ সালে কোম্পানির শাসন শেষ হলেও প্রত্যক্ষ শাসনের বাইরে অসংখ্য স্বায়ত্তশাসিত রাজ্য ছিল। এগুলিকেই বলা হতো দেশীয় রাজ্য।
১০. মলে-মিন্টো আইনের দু’টি অসংগতি উল্লেখ করো।
Ans. প্রথমত, এই আইনে ভারতে কোনো দায়বদ্ধ প্রশাসন গঠনে জোর দেওয়া হয়নি। দ্বিতীয়ত, নির্বাচিত জনপ্রতিনিধিদের মতামত গুরুত্ব পেত না।
১১. ব্রিটিশ ভারতের কয়েকটি বৃহত্তম দেশীয় রাজ্যের নাম লেখো।
Ans. হায়দ্রাবাদ, কাশ্মীর, মহীশূর।
১২. রাওলাট আইনের একটি শর্ত লেখো।
Ans. এই আইন অনুসারে ইংরেজ বিরোধী যাবতীয় প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হয়।
১৩. মন্টেগু-চেমসফোর্ড আইনের একটি শর্ত লেখো।
Ans. এই আইনে কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা এবং আয় যথাযথভাবে বণ্টিত হয়।
১৪. গোলটেবিল বৈঠকের পর কী নামে শ্বেতপত্র প্রকাশিত হয়?
Ans. ১৯৩৩ সালে সরকার ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য প্রস্তাবসমূহ’ নামে শ্বেতপত্র প্রকাশ করে।
১৫. লখনউ চুক্তির ২টি শর্ত লেখো।
Ans. প্রথমত, কংগ্রেস এবং মুসলিম লিগ একত্রে সরকারের কাছে শাসন সংস্কারের দাবি জানাতে একমত হয়। দ্বিতীয়ত, মুসলিম লিগের স্বতন্ত্র নির্বাচনের দাবির সঙ্গে কংগ্রেস একমত হয়।
১৬. কেন গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?
Ans. ১৯২২ খ্রি: আন্দোলন চলাকালীন উত্তরপ্রদেশের চৌরিচেরায় কি আন্দোলনকারী একদল পুলিশকে পড়িয়ে মারে। সহিংস আচরণের জেরে স্কুল পদ আন্দোলন প্রত্যাহার করেন।
১৭. কবে ‘চোদ্দো দফা দাবি’ ঘোষিত হয় ? এর উদ্দেশ্য কী ছিল?
Ans. ১৯২৯ সালে মুসলিম লিগের দিল্লি অধিবেশনে লিগ নেতা মহম্মদ আলি জিন্না। তাঁর চোদ্দো দফা দাবি পেশ করেন। উদ্দেশ্য ছিল ভারতে মুসলিমদের স্বার্থরক্ষা।
১৮. স্বত্ববিলোপ নীতির দুটি শর্ত লেখো।
Ans. কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে তিনি দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না। ফলে সেই রাজ্য কোম্পানির অধীনে চলে যাবে।
১৯. কোন দেশীয় রাজ্যের রাজা প্রথম স্বত্ববিলোপ নীতি গ্রহণ করেছিলেন?
Ans. সাঁতারা, আঁসি, নাগপুর প্রভৃতি।
২০. ভারতে সর্বপ্রথম কোথায় বিভাজন ও শাসন নীতি কার্যকর হয় ?
Ans. পাঞ্জাবের সেনাবাহিনীতে জন লরেন্স সর্বপ্রথম এই নীতি প্রয়োগ করেন।
২১. সিমলা দৌত্য বলতে কী বোঝো?
Ans. আগা খাঁ-র নেতৃত্বে ১৯০৬ খ্রি: ১ অক্টোবর ৩৫ জন অভিজাত মুসলিম সিমলায় বড়োলাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন। মুসলিমদের স্বার্থরক্ষার দাবি সংবলিত একটি স্মারকলিপি মিন্টোকে দেওয়া হয়। এটিই সিমলা দৌত্য নামে পরিচিত।
১. মাউন্টব্যাটেন পরিকল্পনা বলতে কী বোঝো?
Ans. মাউন্টব্যাটেনের উপদেষ্টা লর্ড ইসমে কর্তৃক ব্রিটিশ পালামেন্টে প্রেরিত ভারত ভাগ পরিকল্পনার ভিত্তিতে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়। এটাকেই বলে মাউন্টব্যাটেন পরিকল্পনা।
২. কাদের মধ্যে হয়েছিল রোম-বার্লিন-টোকিও চুক্তি?
Ans. জাপান-ইতালি-জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ সালে রোম-বালিনটোকিও চুক্তিতে স্বাক্ষর করে।
৩. ভিয়েতমিন বলতে কী বোঝো?
Ans. ১৯৪১ সালে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে হো-চি-মিন গড়ে তোলেন ভিয়েতমিন।
৪. ডাচ-ইন্দোনেশীয় চুক্তিতে লিঙ্গজ্যোতি’ কারা মধ্যস্থতা করে?
Ans. ১৯৪৬ সালে ডাচ-ইন্দোনেশীয় চুক্তিতে ব্রিটিশরা মধ্যস্থতা করে।
৫. ভারতে কোথায় আজাদ হিন্দ বাহিনী পতাকা উত্তোলন করে ?
Ans. উত্তর-পূর্ব ভারতে কোহিমায় ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করে আজাদ হিন্দ বাহিনী (১৯৪৫)।
৬. তাম্রলিপ্ত সরকার কোথায়, কার নেতৃত্বে প্রতিষ্ঠা হয়? / সর্বাধিনায়ক কে?
Ans. মেদিনীপুরের তমলুকে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে।
৭. ক্যাবিনেট মিশন / মন্ত্রী মিশনের সদস্যদের নাম কী ?
Ans. স্ট্যাফোর্ড ক্রিপস, পেথিক লরেন্স, এ. ভি. আলেকজান্ডার।
৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়োলাট কে ছিলেন?
Ans. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় ভারতের বড়োলাট ছিলেন লর্ড লিনলিথগো।
৯. ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য এককথায় লেখো।
Ans. স্বতঃস্ফুর্ত এই গণ-আন্দোলনে ভারতের স্বাধীনতা অর্জনের ভিত প্রতিষ্ঠিত হয় ও কংগ্রেস তৃত মর্যাদা ফিরে পায়।
১০. ওয়াভেল পরিকল্পনা বলতে কী বোঝো?
Ans. ১৯৪৫ সালের ১৪ জুন কংগ্রেস ও মুসলিম লিগের কাছে তৎকালীন বড়োলাট ওয়াভেল একটি প্রস্তাব পেশ করেন। এটিই ওয়াভেল পরিকল্পনা।
১১. হরিপুরা কংগ্রেসে কে কংগ্রেসের সভাপতি হন?
Ans. ১৯৩৮ সালে হরিপুরা কংগ্রেসে জাতীয় কংগ্রেসের সভাপতি হন সুভাষচন্দ্র বসু।
১২. ক্রিপস প্রস্তাব বলতে কী বোঝো?
Ans. ১৯৪২ সালে ব্রিটিশ মন্ত্রীসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বাধীন একটি কমিশন এদেশে আসে। স্বায়ত্তশাসনের প্রস্তাব-সংবলিত যে একগুচ্ছ প্রস্তাব কমিশন পেশ করে সেটাই ক্রিপস প্রস্তাব নামে পরিচিত।
আরও পড়ুনঃ ক্রিপস মিশনের ব্যর্থতার কারণ
১৩. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans. সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
১৪. আভান্তি কী?
Ans. একটি সমাজতান্ত্রিক পত্রিকার নাম।
১৫. ফুয়েরার এবং ইল-দু-চে কাকে বলা হয়?
Ans. যথাক্রমে হিটলার ও মুসোলিনি।
১৬. ভারত ছাড়ো প্রস্তাব কবে অনুমোদিত হয় ?
Ans. ১৯৪২ খ্রিস্টাব্দের ৪ আগস্ট।
১. জোটনিরপেক্ষ নীতি বলতে কী বোঝো?
Ans. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন জোট -এর বাইরে থেকে নিরপেক্ষ অবস্থানের নাতিকেই বলা হয় জোটনিরপেক্ষ নীতি।
২. বার্লিন অবরোধ বলতে কী বোঝো?
Ans. বার্লিনে রুশ আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া ১৯৪৮-এর ২৪ জুলাই বার্লিনে প্রবেশের সড়কপথগুলিতে অবরোধ শুরু করে। এটাই বার্লিন অবরোধ নামে বিখ্যাত।
৩. ভিয়েতনামের যুদ্ধ বলতে কী বোঝো?
Ans. ইন্দোচিনে হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামবাসীর দীর্ঘ লড়াই ভিয়েতনামের যুদ্ধ বলে পরিচিত। ১৯৪৫-৭৫ খ্রি: পর্যন্ত চলেছিল এই যুদ্ধ।
৪. বার্লিন এয়ারলিফট বলতে কী বোঝো?
Ans. রাশিয়ার ডাকা বার্লিন অবরোধকে পরোয়া না করে টানা ১১ মাস ১৪০০ বিমানে করে ব্রিটেন ও আমেরিকা আকাশপথে বার্লিনে প্রয়োজনীয় খাদ্য, ঔষধ, তেল, কয়লা ইত্যাদি সরবরাহ করে। এটাই বার্লিন এয়ারলিফট নামে চিহ্নিত।
৫. লং মার্চ বলতে কী বোঝো?
Ans. ১৯৩৬-এর ১৬ অক্টোবর মাও-সে-তুং এবং চু-তের উদ্যোগে কমিউনিস্টদের ঐক্য বৃদ্ধির জন্য কিয়াংসি প্রদেশ থেকে শেনসি পর্যন্ত ৬০০০ মাইল পথ অতিক্রম করার ঘটনা লং মার্চ নামে বিখ্যাত।
৬. কারা চিনে কমিউনিস্ট পার্টি গড়ে তোলেন?
Ans. চৌ-এন-লাই, চু-তে, মাও-সে-তুং, লিও-কাও-চি প্রমুখের উদ্যোগে চিনে কমিউনিস্ট পার্টির জন্ম হয়।
৭. ইয়াল্টা সম্মেলন কেন ডাকা হয় ?
Ans. এই সম্মেলনের উদ্দেশ্যগুলি ছিল— (ক) যুদ্ধ-পরবর্তী সময়ে জার্মানির ভবিষ্যৎ নির্ণয় করা (খ) পোল্যান্ডকে কেন্দ্র করে উদ্ভূত সমস্যা মীমাংসা করা (গ) বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন।
৮. কেন মাশলি পরিকল্পনা গৃহীত হয়েছিল?
Ans. এর উদ্দেশ্য ছিল- (ক) রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ করা। (খ) ইউরোপের আর্থিক সংকট কাটিয়ে ওঠা (গ) মার্কিন বাণিজ্য বৃদ্ধি এবং (ঘ) কমিউনিস্টদের অগ্রগতি প্রতিহত করা।
৯. জেনেভা সম্মেলন কেন আহত হয়েছিল?
Ans. ভিয়েতনামের সঙ্গে যুদ্ধে পরাজিত ফ্রান্সের ভবিষ্যৎ নির্ণয়ের জন্য ১৯৫৪ সালে জেনেভায় সম্মেলন ডাকা হয়।
১০. বুলগানিন কেন বিখ্যাত?
Ans. সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বুলগানিন।
১১. কীভাবে গণপ্রজাতন্ত্রী চিনের উদ্ভব ঘটে?
Ans. শ্রমিক-কৃষক শ্রেণিকে ঐক্যবদ্ধ করে সান-ইয়াৎ-সেন সমাজতান্ত্রিক বিপ্লবের দ্বারা চিনে গণপ্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠা করেন।
১২. নেভারে প্ল্যান বলতে কী বোঝো?
Ans. ভিয়েতনামের সঙ্গে যুদ্ধ চলাকালীন ভিয়েতমিনদের সমূলে ধ্বংস করার লক্ষ্যে ফরাসি সেনাপতি যে নতুন পরিকল্পনা নেন সেটাকেই বলা হয় নেভারে ম্যান।
১৩. পঞশীল নীতি কাকে বলে?
Ans. শান্তিপূর্ণ সহাবস্থান নীতির ভিত্তিতে চিনের প্রধানমন্ত্রী চৌ-এন-লাই ১৯৫৪ সালে দ্বিতীয়বার ভারতে এসে দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ৫টি নীতি স্থির করেন। এটাকেই বলা হয় পশীল নীতি।
১৪. ব্যালফুর ঘোষণাপত্র কী?
Ans. ইংরেজ বিদেশ সচিব আর্থার ব্যালফু প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি ঘোষণাপত্র জারি করেন। এতে বলা হয়, প্যালেস্টাইনে ইহুদিদের জন্য জাতীয় বাসভূমি গড়ে তোলায় সচেষ্ট হবে ব্রিটিশ সরকার।
১৫. কমিকন কীভাবে গড়ে ওঠে?
Ans. মার্শাল পরিকল্পনার পাল্টা হিসেবে ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়ন কমিকন (Council for Mutual Economic Assistance of COMECON) all একটি আর্থিক সহায়তা পরিষদ গড়ে তোলে।
১৬. সুয়েজ সংকট কেন দেখা যায়?
Ans. মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসেরের ১৯৫৬ সালে সুয়েজ খাল জাতীয়করণের কথা ঘোষণা করাকে কেন্দ্র করেই সুয়েজ সংকট দেখা দেয়।
১৭. ভিয়েত কং বলতে কী বোঝো?
Ans. ১৯৬০ খ্রি: উভয় ভিয়েতনামে কমিউনিস্টদের দ্বারা প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সামরিক বাহিনীকে বলা হতো ভিয়েত কং। এর সম্পূর্ণ নাম – The People’s Liberation Armed Force (PLAF)
১৮. ট্রুম্যান নীতি গৃহীত হয় কেন?
Ans. রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী আদর্শের প্রসার রোধে যুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ১৯৪৭ সালে ট্রুম্যান নীতি ঘোষণা করেন।
১৯. কেন্নানের বেষ্টনী নীতি বলতে কী বোঝো?
Ans. আমেরিকার রাষ্ট্রদূত জর্জ এফ. কেন্নান এক প্রবন্ধে রুশ আগ্রাসন প্রতিরোধ এবং রাশিয়াকে সীমাবদ্ধ করে রাখার জন্য যে নীতি পেশ করেন সেটাই কেন্নানের বেষ্টনী নীতি।
১. নেহরু – মহলানবিশ মডেল কাকে বলে ?
Ans. প্রখ্যাত ভারতীয় পরিসংখ্যানবিদ পি. সি. মহলানবিশ ১৯৫৫ সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া বা মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহরু সামান্য সংশোধনের পর এটি প্রয়োগ করেন। এটাকেই বলা হয় নেহরু-মহলানবিশ মডেল।
২. তৃতীয় পঞবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও সময় লেখো।
Ans. এই পরিকল্পনার সময়কাল ১৯৬১–৬৬ খ্রি:। লক্ষ্য ছিল (i) বাৎসরিক ৫ শতাংশ রাজস্ব বৃদ্ধি করা। (ii) খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন।
৩. কবে ভারতকে ‘দেউলিয়া রাষ্ট্র’ বলে চিহ্নিত করা হয়?
Ans. ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধ ছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষিতে ভারতীয় অর্থনীতি দিশা হারায়। এজন্য ১৯৯১ সালে IMF ভারতকে দেউলিয়া রাষ্ট্র ঘোষণা করে।
৪. অব-উপনিবেশীকরণ কাকে বলে? এর প্রথম প্রয়োগ কে করেন?
Ans. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশ ঔপনিবেশিক বন্ধন ছিন্ন করে স্বাধীনতা লাভ করে। এই ঘটনাকেই বলা হয় অব-উপনিবেশীকরণ। সর্বপ্রথম জামান বিশেষজ্ঞ মরিৎস জুলিয়াস বন ১৯৩২ সালে এই শব্দটি প্রয়োগ করেন।
৫. কী কারণে উপনিবেশবাদের অবসান হলো?
Ans. প্রথমত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে ফ্রান্স, ব্রিটেন প্রভৃতি দেশের আর্থিক প্রতিপত্তি কমে যাওয়ায় উপনিবেশগুলি ধরে রাখা সম্ভব হচ্ছিল না। দ্বিতীয়ত, উপনিবেশগুলিকে স্বাধীন করে দেওয়ার বিষয়ে রাশিয়া ও আমেরিকা চাপ দিচ্ছিল।
৬. আলজেরিয়া কবে স্বাধীনতা পায়? এর প্রথম রাষ্ট্রপতির নাম কী?
Ans. ফ্রান্সের কবল থেকে ১৯৬২ সালে মুক্ত হয় আলজেরিয়া। এর প্রথম রাষ্ট্রপতি হন আহম্মদ বেন বেল্লা।
৭. কবে হয়েছিল সিক্কাক-এর যুদ্ধ? যুদ্ধে কে হেরে যায় ?
Ans. ১৮৩৬ সালে আলজেরিয়ার লড়াকু নেতা আল-কাদিরের গেরিলা বাহিনীর সঙ্গে ফরাসি বাহিনীর যুদ্ধ হয়। সিক্কাক-এর যুদ্ধে আল-কাদির হেরে যান।
৮. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ২টি গুরুত্ব লেখো।
Ans. প্রথমত, অর্থনীতিতে গতি আসে। দ্বিতীয়ত, জাতীয় আয় ৬.২১ শতাংশ হারে বৃদ্ধি পায়।
৯. SAARC -এর সম্পূর্ণ নাম কী ?
Ans. South Asian Associasion for Regional Co-Operation.
১০. হোমি জাহাঙ্গির ভাবা’র পরিচয় দাও।
Ans. নেহরুর সময়কালে ভারতের পারমাণবিক গবেষণার মুখ্য উপদেষ্টা ছিলেন ভাবা। ১৯৪৮ সালে তার নেতৃত্বে ভারতীয় শক্তি কমিশন গড়ে ওঠে।
১১. পাকিস্তানের পার্লামেন্টের ক’টি কক্ষ ? কী কী?
Ans. পাক আইনসভার ২টি কক্ষ। উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ জাতীয় পরিষদ নামে পরিচিত।
১২. কার নেতৃত্বে, কবে ভারতে পরিকল্পনা কমিশন গড়ে ওঠে?
Ans. ভারত স্বাধীন হওয়ার পর ১৯৫০ সালে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন গড়ে তোলা হয়।
১৩. বাংলা ভাষার জন্য কবে পূর্ববঙ্গে চূড়ান্ত আন্দোলন হয়? এতে কারা শহিদ হন ?
Ans. বাংলা ভাষার সম্মান রক্ষার্থে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পূর্ববঙ্গে জোরদার আন্দোলন হয়। আন্দোলনে পাক পুলিশের গুলিচালনায় প্রাণ দেন মহম্মদ সালাউদ্দিন, আব্দুল জববার, আবুল বরকত ও রফিকউদ্দিন।
১৪. প্রথম পঞবার্ষিকী পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন?
Ans. প্রথমত, এর মাধ্যমে ভারতীয় অর্থনীতির স্থবিরতা গতিশীল হয়ে ওঠে। দ্বিতীয়ত, দেশে পরিকল্পিত অর্থনীতি যাত্রা শুরু করে।
আরও দেখুন:
- উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর: আবহবিকার ও ক্ষয়ীভবন এর মধ্যে পার্থক্য
একটি মন্তব্য পোস্ট করুন