উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2022

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২

প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ ( HS Geography Suggestion 2022) এর অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর এখানে দেওয়া হয়েছে। এই West Bengal WBCHSE Higher Secodary Geography Suggestion 2022 – উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর গুলি আগামী HS Geography 2022 – উচ্চ মাধ্যমিক ভূগোল ২০২২ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ এর প্রশ্ন গুলি পড়লে পরিক্ষায় ভালো ফলাফল করতে পারবে।

উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল

উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল
উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন প্রথম অধ্যায়
ভূমিরূপ প্রক্রিয়া – বহির্জাত প্রক্রিয়াসমূহ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ

1.পুঞ্জিত ক্ষয় কাকে বলে? আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য লেখো।
2. অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো।

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন দ্বিতীয় অধ্যায়
ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ

1. কার্স্ট অঞলে ভৌমজলের সঞয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও। অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের মধ্যে পার্থক্য লেখো।
2. প্রস্রবণ কী ? প্রকৃতি ও গঠন অনুসারে এর শ্রেণিবিভাগ করো।
3. মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপর কার্স্ট ভূমিরূপের প্রভাব লেখো এবং ভৌমজলের গুরুত্ব সংক্ষেপে লেখো।
4. স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটগ্রাইকস ও সিঙ্কহোলের মধ্যে পার্থক্য লেখো।
5. ভৌমজলের উৎস ও নিয়ন্ত্রকসমূহ কী?

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন তৃতীয় অধ্যায়
সামুদ্রিক প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ

1. সমুদ্রতরঙ্গা কী? সমুদ্রতরঙ্গের শ্রেণিবিভাগ করো। সমুদ্রতরঙ্গের ক্ষয় ও সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সংক্ষেপে লেখো।
2. উৎপত্তি ও গঠন অনুসারে প্রবালপ্রাচীরের শ্রেণিবিভাগ করে সংক্ষেপে আলোচনা করো। প্রবালপ্রাচীরের উৎপত্তি সংক্রান্ত নিমজ্জন ও হৈমবাহিক নিয়ন্ত্রণ তত্ত্বটি সংক্ষেপে লেখো।

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন চতুর্থ অধ্যায়
ক্ষয়চক্র (গঠন ও প্রক্রিয়া)

1. উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায় উপযুক্ত চিত্র সহ আলোচনা করো। নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত’ বলতে কী বোঝো?
2. ক্ষয়চক্রের বাধা সৃষ্টির কারণ কী ? পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো।
3. ক্ষয়চক্র কী? স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্বশর্তগুলি কী? নদীর পুনর্যৌবন লাভ বলতে কী বোঝো? স্বাভাবিক ও মর ক্ষয়চক্রের পার্থক্য কী?

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন পঞ্চম অধ্যায়
জলনির্গম প্রণালী বা নদীনকশা

1. চিত্র সহ বিভিন্ন প্রকার জলনিৰ্গম প্রণালী সংক্ষেপে আলোচনা করো। জলনির্গম প্রণালীর নিয়ন্ত্রকগুলি কী?
2. বিনুনি আকৃতির নদীখাত কী? বৃক্ষরূপী নদীনকশা ও জাফরিরূপী নদীনকশার মধ্যে – পার্থক্য করো।

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ষষ্ঠ অধ্যায়
মৃত্তিকা

1. মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও । এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো।
2. কীভাবে মৃত্তিকার অবক্ষয় ঘটে থাকে ? মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি সংক্ষেপে বর্ণনা করো।
3. আঞ্চলিক, অআঞ্চলিক ও আন্তঃআলিক মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো। পেডালফার ও পেডোক্যাল মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো।

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন সপ্তম অধ্যায়
বায়ুমণ্ডল

1. ঘূর্ণবাতের চক্ষুর সংজ্ঞা দাও । ক্রান্তীয় ঘূর্ণবাতের শ্রেণিবিভাগ ও উৎপত্তি সংক্ষেপে ব্যাখ্যা করো।
2. ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।
3. উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য লেখো। ঘূর্ণবাত ও প্রতীপ । ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।
4. জেট স্ট্রিম কী ? এর বৈশিষ্ট্য লেখ ? মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব উল্লেখ করো।
5. জেট স্ট্রিমের ইনডেক্স সাইকেল কী ? মৌসুমি বায়ুর উপর এল নিনোর প্রভাব ব্যাখ্যা করো। ত্রিকোশ মডেল কী?

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন অষ্টম অধ্যায়
জলবায়ুর শ্রেণিবিভাগ

1. মৌসুমি বায়ুর উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তার প্রধান কারণ কী ?
2. মৌসুমি বিস্ফোরণ কী ? মৌসুমি জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো।
3. নিরক্ষীয় জলবায়ু অঞল সম্পর্কে সংক্ষেপে লেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞলে অধিকাংশ বৃষ্টিপাত শীতকালে হয় কেন ? নিরক্ষীয় অঞ্চলে সর্বদা পরিচলন বৃষ্টিপাত হয় কেন?
4. কোপেনের জলবায়ুর শ্রেণিবিভাগ করে সংক্ষেপে আলোচনা করো।

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন নবম অধ্যায়
জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ

1. স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব সংক্ষেপে আলোচনা করো।
2. মেসাফাইট, হাইড্রোফাইট ও হ্যালোফাইট উদ্ভিদের মধ্যে তুলনা করো। মরু অঞ্চলের উদ্ভিদগুলি খর্বাকার হয় কেন?
3. জলজ উদ্ভিদ (Hydrophyte) ও লবণাম্বু উদ্ভিদ (Halophyte)-এর শ্রেণিবিভাগ করে অভিযোজনগত বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো।

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন দশম অধ্যায়
জলবায়ুর পরিবর্তন

1. পরিবেশের উপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব সংক্ষেপে আলোচনা করো।
2. গ্রিনহাউস এফেক্ট ও গ্লোবাল ওয়ার্মিং কী ? এর কারণ ও প্রভাব সংক্ষেপে আলোচনা করো।

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন একাদশ অধ্যায়
জীববৈচিত্র্য

1. জীববৈচিত্র্যের শ্রেণিবিভাগ করো। জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশলগুলি আলোচনা করো।
2. জীববৈচিত্র্য কী ? লাল তালিকা কী ? জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো।
3. জীববৈচিত্র্য বিনাশের কারণ ও প্রভাবগুলি সংক্ষেপে লেখো।
4. জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে ? সংরক্ষিত ও সুরক্ষিত বনভূমির মধ্যে – পার্থক্য লেখো।

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন দ্বাদশ অধ্যায়
মানুষ-পরিবেশ আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়াা

1. প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্যসৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য লেখো। উদাহরণ সহ দুর্যোগের শ্রেণিবিভাগ করো।
2. সুনামি কী ? প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় নিয়ন্ত্রণের উপায় ও ব্যবস্থাপনাগুলি সংক্ষেপে লেখো।

উচ্চ মাধ্যমিক আঞ্চলিক ভূগোল

উচ্চ মাধ্যমিক আঞ্চলিক ভূগোল খুব গুরুত্বপূর্ণ একটি বিভাগ। দ্বাদশ শ্রেণীর আঞ্চলিক ভূগোল থেকে মোট 35 নম্বর থাকবে এবং 7 নম্বর এর তিনটি বড়ো প্রশ্ন থাকবে। উচ্চ মাধ্যমিক আঞ্চলিক ভূগোলে‌ মোট সাতটি অধ্যায় রয়েছে অধ্যায় সমূহ গুলি হল- অর্থনৈতিক ক্রিয়াকলাপ, কৃষি, শিল্প, তৃতীয়‌ চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, জনসংখ্যা, জনবসতি, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। উচ্চ মাধ্যমিক আঞ্চলিক ভূগোল সাজেশন নিচে দেওয়া হয়েছে।

  • উচ্চ মাধ্যমিক আঞ্চলিক ভূগোল সাজেশন Click here

এই সাইটের উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যেমন এই সাজেশন গুলি ফলো করলে আপনি পরিক্ষায় ৯০% কমন প্রশ্ন পাবেন। ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর রয়েছে। প্রতিটি বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শ্রেণীর সমস্ত বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সাধারণ জ্ঞান, বিভিন্ন পরিক্ষার প্রস্তুতি, বিজ্ঞান এবং কম্পিউটার প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ

আমাদের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার এই উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে সেয়ার করুন যাতে তারাও বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারে আর আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন