HS Class 12 Computer Application Suggestion 2022
Modern Computer Application is a very important subject for HS Exam 2022. We give you some important Modern Computer Application suggestion for Higher Secondary Examination 2022. Hope you all well prepared for HS Exam
West Bengal Hs Modern Computer Application Suggestion Download pdf. We provide most accurate High Secondary Computer Application Suggestion 2022. Prepare this HS Modern Computer Application Suggestion and get good marks in High Secondary Examination 2022.
HS Computer Application Suggestion 2022 PDF Download
1.Logic Gate and Combination Circuit
1. 4×1 Multiplexer এর Circuit Diagram টি অঙ্কন করো
2. 4×1 Multiplexer এর Block Diagram টি অঙ্কন করো
3. 4×1 Multiplexer এর টুথ টেবিলটি অঙ্কন করো।
4. 1×4 DeMux এর Block Diagram টি অঙ্কন করো
5. 2×4 Decoder এর Block Diagram টি অঙ্কন করো
6. 2×4 Decoder এর Circuit Diagram অঙ্কন করো
7. 2×4 Decoder এর টুথ টেবিলটি অঙ্কন করো
8. 3×8 Decoder এর Block Diagram টি অঙ্কন করো
9. 3×8 Decoder এর টুথ টেবিল টি অঙ্কন করো
10. 3×8 Decoder এর Circuit Diagram টি অঙ্কন করো
11. 4-bit Parallel Adder এর Block Diagram টি অঙ্কন করো
12. Decoder এবং Multiplexer এর মধ্যে পার্থক্য লেখো
13. Multiplexer এবং De-Multiplexer এর মধ্যে পার্থক্য লেখো ?
14. Adder কাকে বলে ?
15. Half Adder লজিক সার্কিটটি অঙ্কন করো।
16. Full adder এবং Full subtractor এর মধ্যে পার্থক্য লেখো ।
17. Full subtractor circuit এর borrow output এর 18. logical diagram টি অঙ্কন করো ।
19. Multiplexer এর control line এর প্রয়োজনীয়তা লেখ ?
20. Multiplexer এবং Encoder এর মধ্যে পার্থক্য কি ?
21. দুটি half adder এর সাহায্যে একটি full adder তৈরি করো ।
22. Half Adder এর Truth Table টি অঙ্কন করো।
23. Truth table ও Boolean expression এর সাহায্যে একটি Full subtractor অঙ্কন করো ।
24. Truth table এর সাহায্যে Octal to Binary Encoder অঙ্কন করো ।
25. Octal to Binary Encoder এর Circuit Diagram অঙ্কন করো ।
26. Decimal to Binary Encoder এর Truth Table টি অঙ্কন করো।
27. Decimal to Binary Encoder এর লজিক সাকিট অঙ্কন করো।
28. Universal Gate কাকে বলে ?
29. Two level circuit কি ?
30. Data Distributor বলতে কী বোঝ ?
31. Multiplexer কাকে বলে?
32. 2 Input বিশিষ্ট XNOR গেটের লজিক সার্কিটটি অঙ্কন করো।
33. 2 Input বিশিষ্ট XNOR গেটের Truth Table অঙ্কন করো।
34. 2 input বিশিষ্ট xOR গেটের লজিক সার্কিটটি অঙ্কন করো।
35. 3 Input বিশিষ্ট XOR গেটের Truth Table অঙ্কন করো।
36. NOR গেটের মাধ্যমে AND গেট তৈরি করো।
37. NAND গেটের মাধ্যমে OR গেট তৈরি করো।
38. Basic Gate এর মাধ্যমে XOR গেট অঙ্কন করো।
39. Basic Gate এর মাধ্যমে XNOR গেট অঙ্কন করো।
40. Multiplexer কাকে বলে?
41. Subtractor কাকে বলে?
42. Encoder কাকে বলে ?
43. Decoder কাকে বলে ?
44. Full adder circuit এর sum এবং carry এর logical expression গুলি derive করো এবং logical diagram অঙ্কন করো ।
2. Networking
1. HTML এ Cell Spacing এবং Cell Padding বলতে কী বোঝ ?
2. HTML এ table ট্যাগ এর কাজ কি ?
3. উদাহরণ সহ <Frameset> এর কাজ লেখ ।
4. HTML এ ওয়েবপেজ এর format টি লেখ ।
5. Anchor tag কি ?
6. Anchor tag এর কাজ কি ?
7. Simplex comunication কাকে বলে ?
8. Half duplex comunication কাকে বলে ?
9. Full duplex comunication কাকে বলে ?
10. Half Duplex এবং Full Duplex Communication এর মধ্যে পার্থক্য লেখো ?
11. Web browser কি ?
12. WWW সম্পূর্ণ নাম কি ?
13. Search Engine এর কাজ কি ?
14. Hyperlink কি ?
15. Email কি ?
16. ইন্টারনেট কি ?
17. Email এর সুবিধা ও অসুবিধা লেখ ।
18. Modem কি ও এর কাজ কি ?
19. HTTP সম্পূর্ণ নাম কি ?
20. ইমেইল এ cc ও bcc কি ?
21. HTML এর সম্পূর্ণ নাম কি ?
22. LAN এবং WAN এর মধ্যে পার্থক্য লেখো ।
23. LAN এর সম্পূর্ণ নাম কি ?
24. LAN এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ।
25. নেটওয়ার্ক এর সুবিধা গুলি আলোচনা করো ।
26. ডোমেইন নেম কি ?
27. HTML-এর মাধ্যমে একটি টেবিলটি তৈরি করো।
28. HTML-এর মাধ্যমে picture insert করার Tag টি লেখো
29. IP অ্যাড্রেস কাকে বলে?
30. NIC কাকে বলে?
31. NOS কাকে বলে?
32. টোপোলজি কাকে বলে?
33. টোপোলজির শ্রেণি বিভাগ করো।
34. OSI মডেল কাকে বলে?
35. ইনফ্রারেড ওয়েভ ও রেডিও ওয়েভ এর মধ্যে পার্থক্য লেখো ।
36. রেডিও ওয়েভ এবং মাইক্রোওয়েভের মধ্যে পার্থক্য লেখো
37. সিনক্রোনাস ট্রান্সমিশন এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন-এর মধ্যে পার্থক্য লেখো।
38. Optical fibre কি ?
39. ডেটা ট্রান্সমিশন কাকে বলে ?
40. Wifi এর সম্পূর্ণ নাম কি ?
3. Database Management System
1. Database Model কয় প্রকার ও কি কি ?
2. Natural Join কাকে বলে উদাহরণ সহ লেখ ।
3. Database এর Cardinality কাকে বলেে?
4. Foreign Key কাকে বলে?
5. Primary Key বলতে কী বোঝ ?
6. Schema কি ?
7. Physical Schema ও Logical Schema বলতে কী বোঝ
8. SQL এ and oparetor ব্যবহারের উপযোগিতা লেখ ।
9. Data Directory বলতে কী বোঝ ।
10. DBMS কি এ ইহার সুবিধা গুলি আলোচনা করো ।
11. DDL কাকে বলে ?
12. Database Language বলতে কি বোঝ ।
13. DCL কাকে বলে ?
14. DDL ও DCL এর কাজ গুলি আলোচনা করো ।
15. ER Model কাকে বলে ?
16. Data Intrigity কাকে বলে ?
17. Primary Key এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ।
18. DBMS এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ।
19. Relational Algebra কাকে বলে ?
20. RDBMS কাকে বলে ?
21. Metadata কাকে বলে ।
1. Ms Excel এ বার চার্ট তৈরি করার পদ্ধতি গুলি আলোচনা করো
2. Ms Excel এ বার piechart তৈরি করার পদ্ধতি গুলি আলোচনা করো
3. Ms Excel এ Macro তৈরি করার ধাপসমূহ আলোচনা করো
4. Ms Excel এ কিছু সংখ্যাকে descending order এ সাজানোর ধাপ গুলি লেখ
5. COUNTIF ফাংশনের কাজ কি
6. Ms Excel এ কিভাবে Row ও Column এর Data Sort করবে
7. গোল্ড শিক কি উদাহরণ সহ লেখ
8. Autofill এর কাজ কি
9. Ms Excel এ একটি cell create ও delete করার পদ্ধতি আলোচনা করো
10. Conditional formatting বলতে কি বোঝা
11. Autosum বলতে কি বোঝ
12. Cell formatting বলতে কি বোঝ
13. Function কি
14. Macro কাকে বলে
15. Worksheet বলতে কি বোঝ
16. Raw কাকে বলে
17. Column কাকে বলে
18. Ms Excel 2007 এ মোট Raw ও Column এর সংখ্যা কত
19. ওয়ার্কশিটে Row Insert করার পদ্ধতিটি লেখো
20. সেল রেঞ্জ বলতে কি বোঝো
21. Merge cell বলতে কী বোঝ
22. Ms Excel 2007 এ ব্যবহৃত ডেটা টাইপ গুলির নাম লেখ
23. Filter কাকে বলে
24. Worksheet এ Row Hide ও Unhide করার পদ্ধতিটি লেখো।
25. DML কাকে বলে
26. Cell Reference বলতে কি বোঝ
27. স্প্রেডশিট কি ?
28. মাইক্রোসফট এক্সেল ব্যবহার এর সুবিধা গুলি আলোচনা করো
5. Microsoft Access 2007
1. Ms Access এ Query বলতে কি বোঝ
2. MS Access এ Query তৈরী করার পদ্ধতি গুলি আলোচনা করো
3. ডিসাইন ভিউ এর সাহায্যে একটি টেবিল এ একটি ফিল্ড ইনসার্ট করার ধাপ গুলি লেখো
4. MS Access এ একটি table এ রেকর্ড Delete করার পদ্ধতিটি লেখো
5. টেবিল এর একটি field এর Data Type কিভাবে পরিবর্তন করবে
6. Table এর ডিজাইন ভিউ কাকে বলে
7. Table এর ডেটাশীট ভিউ কাকে বলে
8. ডিজাইন ভিউ এর সাহায্যে table তৈরির করার step গুলি লেখো ?
9. Quaries কাকে বলে
10. MS Access এ table কাকে বলে?
11. SQL Query বলতে কি বোঝ?
12. Query এর কাজ গুলি লেখো
13. ফর্ম ভিউ কি?
14. Ms Access এর অবজেক্ট গুলির নাম লেখো
15. ফর্ম এবং রিপোর্টের মধ্যে পার্থক্য লেখো
16. MS Access ডেটাবেস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবজেক্ট কোনটি
আরও পড়ুনঃ
শেষ কথা: এই সাইটের উচ্চ মাধ্যমিক মর্ডান কম্পিউটার এপ্লিকেশন ২০২২ সাজেশন এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যেমন এই সাজেশন গুলি ফলো করলে আপনি পরিক্ষায় ৯০% কমন প্রশ্ন পাবেন। ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর রয়েছে। প্রতিটি বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শ্রেণীর সমস্ত বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সাধারণ জ্ঞান, বিভিন্ন পরিক্ষার প্রস্তুতি, বিজ্ঞান এবং কম্পিউটার প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আমাদের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার এই Hs Modern Computer Application Suggestion 2022 গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে সেয়ার করুন যাতে তারাও বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারে আর আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
একটি মন্তব্য পোস্ট করুন