উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২ ( HS History Suggestions 2022 PDF ) সালের সাজেশন গুলি নিচে দেওয়া হল । এই পোস্টে উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন (Higher Secondary History Suggestion 2022) এর সমস্ত বড় প্রশ্নের সাজেশন রয়েছে। এখানে প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত সমস্ত রচনাধর্মী প্রশ্নোত্তর গুলি দেওয়া হয়েছে। যেগুলি আগামী উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

আরও পড়ুনঃ

HS History Suggestion 2022

HS History Suggestion 2022 PDF ( উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022 ) Below are the suggestion for the Higher Secondary History Suggestion 2022. This post contains all the Long question suggestion of WBCHSE History Suggestion 2022 PDF and uccha madhyamik itihas suggestion. Here are all the long questions hs history suggestion from the sixth to the eighth chapter. Which are very important for the upcoming Class 12 Higher Secondary History Exam.
প্রথম অধ্যায় অতীত স্মরণ
দ্বিতীয় অধ্যায় উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার
তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য
চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া
পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন
ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ
সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুগ
অষ্টম অধ্যায় অব-উপনিবেশীকরণ

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন প্রথম অধ্যায়
অতীত স্মরণ

১. অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো।

২. পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের পার্থক্য আলোচনা করো।

৩. ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী? পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব লেখো।

৪. কিংবদন্তি বা বীরগাথা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো।

৫. জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করে।

৬. আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। দু’টি শিল্প জাদুঘরের নাম লেখো।

৭. লোককথা কাকে বলে ? অতীত সময়কে তুলে ধরার ক্ষেত্রে লোককথার ভূমিকা বিশ্লেষণ করো।

৮. লোককথা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো।

৯. মিথ (পুরাকাহিনি) ও লিজেন্ড (কিংবদন্তি) বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে?

১০. পৌরাণিক কাহিনির বৈশিষ্ট্য লেখো। ইতিহাস ও পৌরাণিক কাহিনির পার্থক্যগুলি তুলে ধরো।

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন দ্বিতীয় অধ্যায়
উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার

১. ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো।

অথবা, জাতিবৈষম্য বলতে কী বোঝো? ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিবৈষম্যের প্রভাবগুলি লেখো।

২. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো।

অথবা, সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা সম্পর্কে হবসন ও লেনিনের মতাদর্শ ব্যাখ্যা করো।

অথবা, নয়া উপনিবেশবাদ বলতে কী বোঝো ? উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে লেলিনের তত্ত্ব কী ছিল?

৩. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ লেখো।

৪. মার্কেন্টাইল অর্থনীতি বলতে কী বোঝো? শিল্পপূজির বৈশিষ্ট্য আলোচনা করো।

অথবা, মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝো? এই মতবাদের প্রধ বক্তব্যগুলি কী ?

৫. নয়া উপনিবেশবাদ বলতে কী বোঝো? নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্য লেখ।

৬. বাণিজ্যিক মূলধন কীভাবে শিল্প পুঁজিবাদের মূলধনে রূপান্তরিত হয়? এই মতবাদের প্রধান বক্তব্য কী?

৭. উনিশ শতকে সাম্রাজ্যবাদের উত্থানের পশ্চাতে অর্থনৈতিক কারণ কী কী ছিল ?

৮. কীভাবে মার্কেন্টাইল মূলধন থেকে শিল্প ও বাণিজ্য মূলধনকেন্দ্রিক সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটেছিল?
অথবা, মার্কেন্টাইল মুলধন কাকে বলে সংক্ষেপে ব্যাখ্যা করো?

৯. ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাবগুলি লেখো।

১০. উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন তৃতীয় অধ্যায়
ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য

১. নানকিং-এর সন্ধি এবং তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো।

২. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমিরাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।

৩. ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল?

৪. কে, কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল লেখো।

৫. পলাশি ও বক্সার যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো।

৬. মোগল সাম্রাজ্যের ক্রমিক অবক্ষয়ের সময়কালে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? ভারত ও চিনে ঔপনিবেশিক শক্তিগুলির আধিপত্যের তুলনামূলক আলোচনা করো।

৭. ব্রিটিশ শাসনকালে ভারতে শিল্প-বাণিজ্যের ধ্বংসের কারণ ও ফলাফল উল্লেখ করো।

৮. ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো।

৯. ঔপনিবেশিক ভারতের শিল্পায়নের সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করো। ভারতে শিল্প-শ্রমিকের উদব ও বিকাশ সম্পর্কে লেখো।

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন চতুর্থ অধ্যায়
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া

১. ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও।

২. বাংলায় নবজাগরণের প্রকৃতি অলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল?

৩. চিনের চৌঠা মে-এর আন্দোলনের কারণ বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো।

৪. ভারতীয় সমাজে সংস্কার আন্দোলনের কী ফল দেখা দিয়েছিল? সমাজ সংস্কার আন্দোলনের প্রভাবে ব্রিটিশ সরকার এদেশে কী উদ্যোগ গ্রহণ করেছিল?

৫. ডিরোজিও-এর নেতৃত্বাধীন নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও। এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল?

৬. উনবিংশ শতকে বাংলার সমাজজীবনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।

অথবা, সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।

৭. পাশ্চাত্য শিক্ষার প্রভাবে চিনে কীভাবে বুদ্ধিজীবী শ্রেণির উদ্ভব হয়? চিনের তাইপিং বিদ্রোহ নিয়ে একটি টীকা লেখো।

৮. ভারতে জাতীয়তাবাদের বিকাশ ও নবভারত গঠনে স্বামী বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো।

৯. উনবিংশ শতাব্দীতে আবির্ভূত মধ্যবিত্ত শ্রেণির বৈশিষ্ট্য লেখো।

অথবা, ব্রিটিশ শাসনকালে ভারতে আবির্ভূত মধ্যবিত্ত শ্রেণির সাধারণ বৈশিষ্ট্যগুলি কী?

১০. ব্রিটিশ শাসনকালে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার বিষয়ে আলোচনা করো।

১১. আলিগড় আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন পঞ্চম অধ্যায়
ঔপনিবেশিক ভারতের শাসন

১. রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধিজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন?

২. মন্টেগু-চেমসফোর্ট সংস্কার আইন (1919)-এর বৈশিষ্ট্য লেখো। এই আইনের বিরোধিতা বা ত্রুটিগুলি আলোচনা করো। এই আইনের ধারাগুলি কী ?

৩. ১৯৩৫ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলি আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল?

৪. ১৯০৯ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের পটভূমি ব্যাখ্যা করো। এই আইনের ত্রুটিগুলি কী ছিল?

৫. মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো। ঐ মামলাটির পরিণতি কী হয়েছিল ?

৬. দক্ষিণ ভারতের মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলনের বিবরণ দাও।

৭. প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ ভারতে শিল্পায়নের কারণগুলি আলোচনা করো। এইসময় শিল্পের বিকাশে সরকার কী উদ্যোগ নিয়োছল?

৮. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো। এই ঘটনার গুরুত্ব কী ছিল?

৯. পঞ্চাশের মন্বন্তরের কারণ কী ছিল? ৫০-এর মন্বন্তর তৎকালীন ভারতীয় অর্থনীতি ও শিল্প-সাহিত্যে কী প্রভাব ফেলেছিল?

১০. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলায় দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল? বাংলায় পঞ্চাশের মন্বন্তরের ফলাফল লেখো।

অথবা, ১৯৪৩ সালে বাংলায় মন্বন্তর-এর কারণ কী ছিল?

১১. ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের কী প্রভাব পড়েছিল ?

অথবা, ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রতিক্রিয়া কী ছিল?

অথবা, যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক সংকট ভারতের কৃষকদের উপর কী প্রভাব ফেলে?

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ষষ্ঠ অধ্যায়
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ

১. ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো।

২. ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনে ভারতীয় মহিলাদের অংশগ্রহণ সংক্ষেপে আলোচনা করো।

৩. মন্ত্রী মিশনের পরিকল্পনা কী ছিল ? এই মিশনের ত্রুটি ও গুরুত্ব লেখো।

৪. ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো। ক্রিপস এই মিশনের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো।

৫. গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। গণপরিষদের দু’জন সদস্যের নাম লেখো।

৬. মাউন্টব্যাটেন পরিকল্পনা কী? এই পরিকল্পনার ফল কী হয়েছিল? এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের কী মনোভাব ছিল?

৭. হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

৮. ভারত ছাড়ো আন্দোলন কেন ব্যর্থ হলো? এই আন্দোলনের গুরুত্ব আলোচনা করো।

অথবা, আগস্ট আন্দোলনের ব্যর্থতার কারণগুলি সংক্ষেপে লেখো। এর গুরুত্ব কী ছিল?

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন সপ্তম অধ্যায়
ঠান্ডা লড়াইয়ের যুগ

১. সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও।

অথবা, সুয়েজ সংকট সৃষ্টির কারণগুলি লেখো। আন্তর্জাতিক রাজনীতিতে এর ফলাফল বা গুরুত্ব কী ছিল?

২. জোটনিরপেক্ষ নীতি কী ছিল? জোটনিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো।

৩. বিংশ শতকের দ্বিতীয় ভাগের আন্তর্জাতিক পরিস্থিতিতে গণপ্রজাতন্ত্রী চিনের ভূমিকা বিশ্লেষণ করো।

অথবা, ১৯৪৯ খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী চিনের উত্থানের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো।

৪. কীভাবে ‘তেল কূটনীতি’ উপসাগরীয় সংকটের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।

৫. বার্লিন অবরোধ বা বার্লিন সংকটের বিশদ আলোচনা করো।

৬. ঠান্ডা লড়াই বলতে কী বোঝো। ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ব্যাখ্যা করো।

৭. কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝে। ঠান্ডা লড়াইকে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কতটা প্রভাবিত করেছিল?

৮. ঠান্ডা লড়াইয়ের পটভূমি অথবা কোন পরিস্থিতিতে ঠান্ডা লড়াই-এর উদ্ভব হয়?

৯. গণপ্রজাতান্ত্রিক চিনের উত্থানের কারণ ও আন্তর্জাতিক রাজনীতি সম্বন্ধে আলোচনা করো।

১০. কোরিয়া সংকট বা কোরিয়া যুদ্ধের বর্ণনা দাও।

১১. পূর্ব ইউরোপে সোভিয়েতিকরণের উদ্দেশ্য কী ছিল? বিভিন্ন দেশে এর কী প্রভাব পড়েছিল ?

অথবা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া কীভাবে পূর্ব ইউরোপে তার প্রাধান্য স্থাপন করেছিল?

অথবা, পূর্ব ইউরোপের দেশগুলিতে রুশিকরণ নীতিসাম্যবাদের বিস্তার সম্পর্কে আলোচনা করো।

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন অষ্টম অধ্যায়
অব-উপনিবেশীকরণ

১. অব-উপনিবেশীকরণের অর্থনৈতিক ও সামাজিক তাৎপর্য ব্যাখ্যা করো।

২. স্বাধীন ভারতের তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো।

৩. সার্ক কীভাবে গঠিত হয়েছিল? সার্ক-এর উদ্দেশ্যগুলি কী ছিল?

৪. ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলনের প্রসার ও স্বাধীনতা লাক্ত সম্পর্কে আলোচনা করো।

৫. পাকিস্তানের শাসন ও আইন বিভাগের কাঠামো পর্যালোচনা করো।

৬. স্বাধীন ভারতের অর্থনীতিতে উদারীকরণ নীতির কর্মসূচি ও সামরুল আলোচনা করো।

৭. আফ্রিকা, আলজেরিয়ায় কীভাবে ঔপনিবেশিক শাসনের অবসান হয়ে জাতীয় পুনর্গঠন সম্পন্ন হয়েছিল?

অথবা, আলজেরিয়ার চুড়ান্ত মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা লাভ উল্লেখ করো। স্বাধীনতা লাভের পরবর্তীতে আলজেরিয়ার বিকাশ কর্মসূচি ও জাতি সংগঠনের পরিচয় দাও।

৮. উপনিবেশবাদ’ ও ‘অব-উপনিবেশবাদ কাকে বলে ? অব-উপনিবেশকরণের রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো।

অথবা, বি-উপনিবেশীকরণের কারণ ব্যাখ্যা করো। বি-উপনিবেশীকরণের তাৎপর্য ব্যাখ্যা করো।

এই সাইটের উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যেমন এই সাজেশন গুলি ফলো করলে আপনি পরিক্ষায় ৯০% কমন প্রশ্ন পাবেন। ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর রয়েছে। প্রতিটি বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শ্রেণীর সমস্ত বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ভূগোল, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আমাদের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার এই উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে সেয়ার করুন যাতে তারাও বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারে আর আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন