উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন ২০২১ ( HS Philosophy Suggestion 2021 )
উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2021 HS Philosophy Long Question Suggestion 2021 গুলি নিচে দেওয়া হলো। এখানে উচ্চমাধ্যমিক দর্শন এর অবরোহ মূলক তর্কবিদ্যা থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর গুলি দেওয়া হয়েছে. নিচের দেওয়া উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2021 এর প্রশ্ন উত্তর গুলি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক দর্শন পরিক্ষার (Higher Secondary Philosophy Suggestion 2021) জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2021 গুলি আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে।
উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2021
রচনাধর্মী প্রশ্ন উত্তর: (প্রশ্নমান-৮)
অধ্যায় সমূহ :- প্রথম - পঞ্চম
প্রতিটি প্রশ্নের মান - ৮
অধ্যায় সমূহ :- প্রথম - পঞ্চম
প্রতিটি প্রশ্নের মান - ৮
দ্বিতীয় অধ্যায় : বচন
১. নিরপেক্ষ ও সাপেক্ষ বচন কাকে বলে? উভয় প্রকার বচনের মধ্যে পার্থক্য দেখাও।
২. বচন বলতে কী বোঝো? বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো। নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো?
৩. দৃষ্টান্ত সহ পদের ব্যাপ্যতা আলোচনা করো।
৪. নিরপেক্ষ বা অনপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনাটি যুক্তি সহ ব্যাখ্যা করো।
২. বচন বলতে কী বোঝো? বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো। নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো?
৩. দৃষ্টান্ত সহ পদের ব্যাপ্যতা আলোচনা করো।
৪. নিরপেক্ষ বা অনপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনাটি যুক্তি সহ ব্যাখ্যা করো।
চতুর্থ অধ্যায় : অমাধ্যম অনুমান
১. ‘A’ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? ‘O’ বচনের আবর্তন সম্ভব নয় কেন?
২. আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি কী?
৩. উদাহরণ সহ ব্যাখ্যা করো : অব্যাপ্য হেতুদোষ।
৪. বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়মগুলি কী?
৫. বস্তুগত বিবর্তন বলতে কী বোঝো? বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা হয়?
৬. নঞর্থক আশ্রয়বাক্য থেকে সদর্থক সিদ্ধান্ত গ্রহণজনিত দোষ ব্যাখ্যা করো।
৭. উদাহরণ সহ ব্যাখ্যা করো : অবৈধ পক্ষদোষ।
৮. উদাহরণ সহ ব্যাখ্যা করো : অবৈধ সাধ্যদোষ।
৯. অমাধ্যম অনুমান কাকে বলে ? মাধ্যম অনুমান কাকে বলে? অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায়?
২. আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি কী?
৩. উদাহরণ সহ ব্যাখ্যা করো : অব্যাপ্য হেতুদোষ।
৪. বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়মগুলি কী?
৫. বস্তুগত বিবর্তন বলতে কী বোঝো? বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা হয়?
৬. নঞর্থক আশ্রয়বাক্য থেকে সদর্থক সিদ্ধান্ত গ্রহণজনিত দোষ ব্যাখ্যা করো।
৭. উদাহরণ সহ ব্যাখ্যা করো : অবৈধ পক্ষদোষ।
৮. উদাহরণ সহ ব্যাখ্যা করো : অবৈধ সাধ্যদোষ।
৯. অমাধ্যম অনুমান কাকে বলে ? মাধ্যম অনুমান কাকে বলে? অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায়?
পঞ্চম অধ্যায় : নিরপেক্ষ ন্যায়
১. সংস্থান কাকে বলে।
২. চারিপদঘটিত দোষ কাকে বলে।
৩. অব্যাপ্য হেতু দোষ কাকে বলে।
৪. অবৈধ সাধ্য দোষ কাকে বলে।
৫. নঞর্থক আশ্রয়বাক্যজনিত দোষ কাকে বলে।
৬. সাধ্যপদ যদি প্রধান হেতুবাক্যের বিধেয় হয়, তাহলে অপ্রধান হেতুবাক্য অবশ্যই সদর্থক হবে।
৭. বচন দ্বিতীয় সংস্থানের বৈধ ন্যায়ে প্রধান হেতুবাক্য হতে পারে না।
৮. ‘O’ বচন চতুর্থ সংখ্যানে হেতুবাক্য হতে পারে না।
৯. প্রথম সংস্থানে হেতুপদ কেবলমাত্র সাধ্য বাক্যেই ব্যাপ্য হতে পারে।
১০. তৃতীয় সংস্থানের বৈধ ন্যায়ে প্রধান হেতুবাক্য হতে পারে না
১১. চতুর্থ সংস্থানে যদি একটি হেতুবাক্য নঞর্থক হয় তাহলে প্রধান হেতুবাক্যটি সামান্য হতে বাধ্য।
১২. বৈধ ন্যায়ে পক্ষপদ অপ্রধান হেতুবাক্যের বিধেয় হলে সিদ্ধান্ত ‘A’ বচন হতে পারে না।
১৩. তৃতীয় সংস্থানে সিদ্ধান্ত সার্বিক হতে পারে না।
১৪. প্রথম সংস্থানে হেতুপদ দুবার ব্যাপ্য হতে পারে না।
১৫. বিশেষ সাধ্যবাক্য এবং নঞর্থক পক্ষবাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত নিঃসৃত হয় না।
নিম্নলিখিত যুক্তিগুলির বৈধতা বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো
১৬. কোনো ডানাযুক্ত প্রাণী ঘোড়া নয় এবং একমাত্র চতুষ্পদ প্রাণীই ঘোড়া। তাই বলা যায় কোনো চতুষ্পদ প্রাণী ডানাযুক্ত নয়।
১৭. চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। সুতরাং চন্দ্র সূর্যের চারদিকে ঘোরে।
১৮. সে পণ্ডিত নয়, কেননা তার বক্তৃতা বোঝা যায় না এবং একমাত্র পণ্ডিত ব্যক্তিদের বক্তৃতাই বোঝা যায়।
১৯. এই ন্যায় অনুমানটি বৈধ। কেননা সব বৈধ ন্যায়ের মতো এতে তিনটি পদ আছে।
২০. প্লেটো অ্যারিস্টটল নন, অ্যারিস্টটল দার্শনিক, সুতরাং প্লেটো দার্শনিক নন।
২১. কেবলমাত্র উদার ব্যক্তিরাই বুদ্ধিমান। কেবলমাত্র দার্শনিকরাই উদার এবং কেবল বুদ্ধিমানেরাই দার্শনিক।
২২. সে অজ্ঞ নয়, যেহেতু সে কুসংস্কারাচ্ছন্ন নয়।
২৩. এত ভালো যে কঠোর হতে পারে না।
২. চারিপদঘটিত দোষ কাকে বলে।
৩. অব্যাপ্য হেতু দোষ কাকে বলে।
৪. অবৈধ সাধ্য দোষ কাকে বলে।
৫. নঞর্থক আশ্রয়বাক্যজনিত দোষ কাকে বলে।
৬. সাধ্যপদ যদি প্রধান হেতুবাক্যের বিধেয় হয়, তাহলে অপ্রধান হেতুবাক্য অবশ্যই সদর্থক হবে।
৭. বচন দ্বিতীয় সংস্থানের বৈধ ন্যায়ে প্রধান হেতুবাক্য হতে পারে না।
৮. ‘O’ বচন চতুর্থ সংখ্যানে হেতুবাক্য হতে পারে না।
৯. প্রথম সংস্থানে হেতুপদ কেবলমাত্র সাধ্য বাক্যেই ব্যাপ্য হতে পারে।
১০. তৃতীয় সংস্থানের বৈধ ন্যায়ে প্রধান হেতুবাক্য হতে পারে না
১১. চতুর্থ সংস্থানে যদি একটি হেতুবাক্য নঞর্থক হয় তাহলে প্রধান হেতুবাক্যটি সামান্য হতে বাধ্য।
১২. বৈধ ন্যায়ে পক্ষপদ অপ্রধান হেতুবাক্যের বিধেয় হলে সিদ্ধান্ত ‘A’ বচন হতে পারে না।
১৩. তৃতীয় সংস্থানে সিদ্ধান্ত সার্বিক হতে পারে না।
১৪. প্রথম সংস্থানে হেতুপদ দুবার ব্যাপ্য হতে পারে না।
১৫. বিশেষ সাধ্যবাক্য এবং নঞর্থক পক্ষবাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত নিঃসৃত হয় না।
নিম্নলিখিত যুক্তিগুলির বৈধতা বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো
১৬. কোনো ডানাযুক্ত প্রাণী ঘোড়া নয় এবং একমাত্র চতুষ্পদ প্রাণীই ঘোড়া। তাই বলা যায় কোনো চতুষ্পদ প্রাণী ডানাযুক্ত নয়।
১৭. চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। সুতরাং চন্দ্র সূর্যের চারদিকে ঘোরে।
১৮. সে পণ্ডিত নয়, কেননা তার বক্তৃতা বোঝা যায় না এবং একমাত্র পণ্ডিত ব্যক্তিদের বক্তৃতাই বোঝা যায়।
১৯. এই ন্যায় অনুমানটি বৈধ। কেননা সব বৈধ ন্যায়ের মতো এতে তিনটি পদ আছে।
২০. প্লেটো অ্যারিস্টটল নন, অ্যারিস্টটল দার্শনিক, সুতরাং প্লেটো দার্শনিক নন।
২১. কেবলমাত্র উদার ব্যক্তিরাই বুদ্ধিমান। কেবলমাত্র দার্শনিকরাই উদার এবং কেবল বুদ্ধিমানেরাই দার্শনিক।
২২. সে অজ্ঞ নয়, যেহেতু সে কুসংস্কারাচ্ছন্ন নয়।
২৩. এত ভালো যে কঠোর হতে পারে না।
আরও পড়ুনঃ
এই সাইটের উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যেমন এই সাজেশন গুলি ফলো করলে আপনি পরিক্ষায় ৯০% কমন প্রশ্ন পাবেন। ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর রয়েছে। প্রতিটি বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শ্রেণীর সমস্ত বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সাধারণ জ্ঞান, বিভিন্ন পরিক্ষার প্রস্তুতি, বিজ্ঞান এবং কম্পিউটার প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আমাদের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার এই উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে সেয়ার করুন যাতে তারাও বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারে আর আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
একটি মন্তব্য পোস্ট করুন