পৃথিবীর যমজ গ্রহ কাকে বলে
শুক্র গ্রহকে পৃথিবীর 'যমজ গ্রহ' বলা হয়। এই দুটি গ্রহের বৈশিষ্ট্যগত দিকগুলি প্রায় একই, মহাকাশ থেকে দেখলে এদের সমান মনে হয়, তাই এদেরকে 'যমজ গ্রহ' বা Twin planet বলে।
সাদৃশ্য:
ব্যাস: পৃথিবীর ব্যাস 12,742 কিমি ও শুক্রের 12,112 কিমি।
ঘনত্ব: পৃথিবীর ঘনত্ব 5.52 গ্রাম/সেমি ও শুক্রের 5.30 গ্রাম/সেমি। পৃথিবীর ও শুক্রের মাধ্যাকর্ষণ শক্তি সমরূপ বলে একে যমজ ভাই' বলা হয়। পৃথিবী থেকে এই গ্রহকেখালি চোখে দেখা যায় ভোরবেলায় ও সন্ধ্যাবেলায়, তাই এই শুক্র গ্রহকে শুকতারা বা সন্ধ্যাতারাও বলে।
একটি মন্তব্য পোস্ট করুন