প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্ট তোমাদের স্বাগত জানাই, এই পোস্টে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 5 এর প্রশ্ন উত্তর গুলি আলোচনা করা হয়েছে এবং চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যেমন বজ্রপাত কাকে বলে ও বজ্রপাত হলে কী করতে হবে এবং বজ্রপাত হলে কী করা উচিত এছাড়া ভূমিকম্প কেন হয় ও ভূমিকম্প হলে কী করতে হবে।
CLASS 4 MODEL ACTIVITY TASK 2021
Health and Physical Education
2nd Series : Part 5
১। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করো
(ক) মেঘে (a) মেঘে ঘর্ষণে যে শক্তি তৈরি হয়, বজ্র তাকেই বলে থাকি, জেনো তা নিশ্চয়।
(খ) সেই বজ্রই ধেয়ে আসে ভূপৃষ্ঠের পানে, (a) বজ্রপাত যে তাকেই বলি, এতো সবাই জানে।
(গ) বজ্রগর্ভ মেঘ দেখে তাই (b) নিরাপদে থেকো, বজ্রপাত যে বিপজ্জনক-এটুকু মনে রেখো।
(ঘ) বজ্র পড়ার সময় মাঠে থাকবে না একদম, (b) গাছের তলায় আশ্রয়েতে বিপদ থাকে কম।
(ঙ) সুইচবোর্ডে হাত দেবে না, মোবাইলে নয় হাত, দরজা-জানলা (b) বন্ধ রাখো, থামুক বজ্রপাত।
(চ) ভূমিকম্প মাটির নীচের কম্পনকেই বলে, ভূত্বক হটাৎ কেঁপে ওঠে (a) ভূমিকম্পের ফলে।
(ছ) ভূমিকম্প হলে পরে ভেঙে যায় (b) ঘরবাড়ি ধুলোয় লুটায় দরজা-জানলা, দেয়াল ও আলমারি।
(জ) ভূমিকম্প হওয়া মানেই অনেক বড়ো ক্ষতি, মানুষ মরে, পশু মরে, কত যে (a) দূর্গতি!
২। নীচের ঘটনাগুলির কোনটি সত্য ও কোনটি মিথ্যা তা লেখো :
১) আকাশে বজ্রগর্ভ মেঘ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।
উঃ সত্য
২) বাজ পড়ার সময় খেলার মাঠে বা খোলা মাঠে থাকা নিরাপদ।
উঃ মিথ্যা
৩) বাজ পড়ার সময় উঁচু বাড়ির ছাদে, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী স্তম্ভ, পাহাড়ের চূড়া এসব স্থান থেকে নিরাপদ দূরত্বে আশ্রয় নিতে হবে।
উঃ সত্য
৪) বজ্রপাত নিরোধক ব্যবস্থা আছে এমন বাড়ির ভিতরে আশ্রয় নিতে হবে।
উঃ সত্য
৫) বজ্রপাতের সময় নৌকার মধ্যে থাকা নিরাপদ।
উঃ মিথ্যা
৬) বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে বাড়ি, স্কুলের বৈদ্যুতিক সরঞ্ঝামের সুইচ অফ করে, প্লাগ খুলে রাখতে হবে।
উঃ সত্য
৭) বজ্রপাত শুরু হলে ঘরের জানালা-দরজা বন্ধ করে ভিতরের দিকে কোনো ঘরে আশ্রয় নিতে হবে।
উঃ সত্য
৮) স্কুল বা বাড়িতে বজ্রপাত নিরোধক পরিবাহীর (Earthing) ব্যবস্থা করতে হবে।
উঃ সত্য
৯) ভূমিকম্পের আভাস পাওয়া মাত্রই ঘর থেকে বেরিয়ে আসতে হবে।
উঃ সত্য
১০) ভূমিকম্পের সময় ঘর বা স্কুলের ঘর থেকে বেরোনোর সময় না পেলে মাথা ঢেকে মজবুত টেবিল, খাট, ডেস্কের নীচে আশ্রয় নিতে হবে।
উঃ সত্য
১১) ভূমিকম্পের সময় খোলা মাঠে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে।
উঃ সত্য
১২) ভূমিকম্পের সময় নিরাপদ দুরত্বে হাঁটু গেড়ে বসে থাকতে হবে।
উঃ সত্য
১৩) ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ, কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিতে হবে।
উঃ সত্য
১৪) ভূমিকম্পের সময় বাড়ির দেয়াল, বইয়ের তাক, কাচের দরজা-জানালা, চলন্ত গাড়ি, আলমারি থেকে দূরে থাকতে হবে।
উঃ সত্য
আরও পড়ুন: তৃতীয় শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর
চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষার প্রশ্ন উত্তর
৩। (ক) কাকে বজ্রপাত বলে?
মেঘে মেঘে ঘর্ষণের ফলে মেঘের মধ্যে যে বজ্রের সৃষ্টি হয় যা বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি, আলোক শক্তি, তাপশক্তি, শব্দশক্তিতে রূপান্তরিত হয়। এই বজ্র যখন ভূপৃষ্ঠের দিকে এগিয়ে এসে ভূপৃষ্ঠে আছড়ে পরে তাকে বজ্রপাত বলে।
(খ) বজ্রপাত হলে কী করতে হবে তা বর্ণনা করো।
বজ্রপাত হলে আমাদের যা করা উচিত তা হল।
১) সর্বপ্রথম আমাদের একটি নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।
২) বজ্রপাতের সময় বাড়ির সমস্ত বৈদ্যুতিক সামগ্রি বন্ধ করে রাখতে হবে এবং সুইচ বোর্ড থেকে প্লাগ খুলে রাখতে হবে।
৩) বজ্রপাতের সময় ফাঁকা মাঠে, উঁচু বাড়ির ছাদে, পাহাড়ের চূড়ায় এবং নৌকার মধ্যে থাকা নিরাপদ নয়, এইসব স্থান থেকে সরে দূরে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।
(গ) বজ্রপাতের সময় কী করা যাবে না তা লেখো।
বজ্রপাতের সময় যে কাজগুলি করা যাবে না সেগুলি হলো:
১) বজ্রপাত হলে বৈদ্যুতিক সামগ্রী যেমন টিভি, ফ্রিজ ইত্যাদিতে হাত দেওয়া যাবে না।
২) বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না
৩) বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে বা ফাঁকা মাঠে থাকা যাবে না।
৪। (ক) ভূমিকম্প কেন হয়?
পৃথিবীর ভূগর্ভস্থ শিলামন্ডল গুলি বিভিন্ন টেকটোনিক প্লেট দ্বারা গঠিত। এই প্লেটগুলির স্থানচ্যুতির ফলে ভূপৃষ্ঠে প্রচন্ড কম্পনের সৃষ্টি হয়, যা ঢেউয়ের মতো পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাকে ভূমিকম্প বলে।
(খ) ভূমিকম্প হলে কী করতে হবে?
ভূমিকম্প হলে আমাদের যা করতে হবে তা হল :
১) ভূমিকম্প শুরু হলে সর্ব প্রথম আমাদের ঘর থেকে বেরিয়ে আসতে হবে।
২) যদি ঘর থেকে বেরিয়ে আসার সময় না থাকে তাহলে খাট কিংবা টেবিলের নিচে মাথা ঢেকে আশ্রয় নিতে হবে।
৩) খোলা ফাঁকা মাঠে গিয়ে দাঁড়াতে হবে এবং চলন্ত গাড়ি, বড়ো গাছ ও বাড়ির দেয়াল থেকে দূরে থাকতে হবে।
৪) বিছানায় থাকলে কম্বল, বালিশ দিয়ে নিজেকে ঢেকে রাখতে হবে এবং কাঁচের জিনিস পত্র, দরজা জানালা, আলমারি থেকে সরে থাকতে হবে।
(গ) ভূমিকম্পের সময় কী করা যাবে না, তা লেখো।
ভূমিকম্পের সময় যে কাজ গুলো করা যাবে না সেগুলি হল:
১) ভূমিকম্পের চলাকালীন বাড়ির ভেতরে থাকা যাবে না।
২) ভূমিকম্প হলে বহুতল বাড়ির নিচে থাকা যাবে না।
৩) ভূমিকম্পের সময় কাঁচের জানালার পাশে থাকা যাবে না।
আরও পড়ুনঃ
একটি মন্তব্য পোস্ট করুন