মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর

প্রিয় ছাত্র-ছাত্রীরা দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর 2022 Class 10 Question Answer PDF 2022 Madhyamik History Important Question Answer Suggestion গুলি নিচে দেওয়া হল। এখানে পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি আলোচনা করা হয়েছে। west Bengal class 10 Question answer 2022 ছোট প্রশ্নোত্তর. এখানে দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা মাধ্যমিক ইতিহাস এর সমস্ত অতিসংক্ষিপ্ত প্রশ্ন গুলির উত্তর দেওয়া হয়েছে। আগামী মাধ্যমিক ইতিহাস class 10 history পরিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর গুলি আগামী মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে।

দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

1. ইতিহাস কি ?
Ans. ইতিহাস হল অতীতের বাস্তবতার অনুসন্ধান
2.  ‘জীবনস্মৃতি’ নামক আত্মজীবনীটি কে রচনা করেন ?
Ans. রবীন্দ্রনাথ ঠাকুর
3. জীবনের ঝরাপাতা কোন প্রত্রিকাতে প্রকাশিত হয়েছিল?
Ans. দেশ পত্রিকাতে
4. ভারতে প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয় কোথায় ?
Ans. কলকাতায়
5. চিপকো আন্দোলন কি ?
Ans. পরিবেশ আন্দোলন
6. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটির নাম কি ?
Ans. বঙ্গদর্শন
7. যুগান্তর দল’ গঠিত হয় নিম্নলিখিত কোন্ সালে ?
Ans.
8. 'অগ্নিযুগের অগ্নিকন্যা’ কাকে বলা হয় ?
Ans. সরলাদেবী চৌধুরানীকে
9. হিস্টোরিয়া (Historig) নামক শব্দ থেকে হিস্ট্রি (History) কথার উদ্ভব; শব্দটি এসেছে কোথা থেকে ?
Ans. গ্রিক শব্দ থেকে
10. বিপিনচন্দ্র পাল কে ছিলেন ?
Ans. একজন চরমপন্থী নেতা
11. ’ডিড উইমেন হ্যাভ আ  রেনেসাঁ ‘গ্রন্থটি কে রচনা করেন ?
Ans. জোয়ান কেলি
12. ইকো ফেমিনিজমের প্রবক্তা কে ?
Ans. ফ্রাঁসোয়া দেবান ।
13. মেধা পটেকর কে ?
Ans. নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী
14. ’সাইলেন্ট স্প্রিং ‘ গ্রন্থটি কে রচনা করেন ?
Ans. রাচেল কারসন
15. ভারতে কবে থেকে বনসংরক্ষণ আইন চালু হয় ?
Ans. 1878 সালে
16. কলকাতা সংক্রান্ত গ্রন্থটি কে রচনা করেন ?
Ans.পূর্ণেন্দু পত্রী
17. 'পোর্ট টাউনস & সিটিজ’ গ্রন্থটি কে রচনা করেন ?
Ans. লক্ষ্মী সুব্রহমনিয়ম
18. ভারতের প্রথম কবে ও কোথায় রেল পথ  চালু হয় ?
Ans. 1853 সালে মুম্বাই থেকে থানে
19. বাগেশ্বেরী প্রবন্ধমালা’গ্রন্থটি কে লিখেছেন ?
Ans. অবনীন্দ্রনাথ ঠাকুর
20. ‘কুন্তলীন তেল ‘ খ্যাত বাঙ্গালি ফটোগ্রাফারের নাম কি ?
Ans. হেমেন্দ্রনাথ বোস
21. ভারতে কবে ক্যমেরা বা ফটো তোলার যন্ত্র আসে ?
Ans. 1850 সালে
22. কে,কবে ক্যমেরা আবিস্কার করেন ?
Ans. 1840 সালে আলেকজান্ডার ওয়ালকট
23. বিশ্বের দুটি গুরুত্তপূর্ণ চলচিত্র কেন্দ্রের নাম  লেখ ?
Ans. আমেরিকার “হলিউড ” আর ভারতের “মুম্বাই ”
24. বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন ?
Ans. ব্রজেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
25. ইতিহাসর মাটি ইতিহাসর জল গানটি কে রচনা করেন ?
Ans. রবীন্দ্রনাথ ঠাকুর
26. ইতিহাসয় কীর্তনের প্রবক্তা কে ?
Ans.  শ্রী চৌতন্য দেব
27. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
Ans. দ্বারকনাথ বিদ্যাভূষণ
28. রবীন্দ্রনাথের লেখা আত্মজীবনীর নাম কি ?
Ans. জীবনস্মৃতি
29. বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনীর নাম কি ?
Ans. সত্তর বছর
30. ’জেন্ডার & দ্যা পলিটিক্স অব হিস্ট্রি ‘গ্রন্থটি কে রচনা করেন ?
Ans. জোয়ান স্কট
31. ’দ্যা ক্রিয়েশন অব প্যাট্রিয়াকি ‘ গ্রন্থটি কে রচনা করেন ?
Ans. গের্ডা লার্নার
32. ’শহর বহরমপুর ‘ গ্রন্থটি কার লেখা ?
Ans. বিজয় কুমার বন্দোপাধ্যায়
33. ’কলকাতা দর্পণ ‘ গ্রন্থটি কে রচনা করেন ?
Ans. রাধারমণ মিত্র
34. হুগলি জেলার ইতিহাস কে রচনা করেন ?
Ans. সুধীরকুমার মিত্র
35. ”নদিয়া ” কাহিনী কার লেখা ?
Ans. কুমুদনাথ মল্লিক
36. ”দ্যা ডন অব ইন্ডিয়ান মিউজিক ইং দ্যা ওয়েস্ট “গ্রন্থটি কার লেখা ?
Ans. পিটার লাভেজোলি
37. ”দ্যা একাজটিক ইং ওয়েস্টার্ন মিউজিক ” গ্রন্থটি কে রচনা করেন ?
Ans. জোনাথন বেলম্যান
38. মান্না দের লেখা আত্মজীবনী মূলক গ্রন্থটির নাম কী ?
Ans. জীবনের জলসাঘরে
39. কত সালে “social science history  association” হয়?
Ans. 1976
40. সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কী ?
Ans. প্লেয়িং ইট মাই ওয়ে
41. ’সাবঅল্টার্ন স্টাডিজ ridar:1986_1995 ‘ গ্রন্থটি কে রচনা করেন ?
Ans. রণজিত গুহ
42. কোন ইতিহাসে নিচে থেকে উপরের দিকে দেখার রীতি প্রচলিত ?
Ans. নতুন সামাজিক ইতিহাসে
43. ইতিহাস তত্ত্বের ইংরাজী প্রতিশব্দ কী ?
Ans. Historiography
44. ’লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার ‘ নামে প্রকাশিত পত্রাবলীতে পত্রের সংখ্যা কত ?
Ans. 23 টি
45. কোন পত্রিকায় নীলকর দের অত্যাচারের তথ্য পাওয়া যায় ?
Ans. সোমপ্রকাশ পত্রিকায়
46. হিন্দুমেলার প্রবর্তন করেন কে ?
Ans. নবগোপাল মিত্র
47. ’চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস ‘গ্রন্থটি কে রচনা করেন ?
Ans. তপন চক্রবর্তী
48. ’সায়েন্স অণ্ড দি রাজ ‘গ্রন্থটি রচনা করেন কে ?
Ans. দীপক কুমার
49. ’মানুষ ও পরিবেশ ‘বইটির লেখক কে ?
Ans. ইরফান হাবিব
50. ’ভারতীয় ফৌজের ইতিহাস ‘গ্রন্থটি রচনা করেন ?
Ans. সুবোধ ঘোষ
60. ’মিলিটারি সিস্টেম অব দ্য মারাঠাস ‘গ্রন্থটি রচনা করেন ?
Ans. সুরেন্দ্রনাথ সেন
61. ’দ্য দিল্লি অমনিবাস ‘গ্রন্থটি কার লেখা ?
Ans. নারায়ণী গুপ্তা
62. কোচবিহারের ইতিহাস গ্রন্থটি রচনা করেন ?
Ans. ভবানীচরণ বন্দোপাধ্যায়
63. ’কমউনিকেশন অণ্ড কলোনিয়ালিজম ইন ইস্টার্ন ইন্ডিয়া ‘ গ্রন্থটি রচনা করেন ?
Ans. নীতিন সিনহা
64. ’কনটেম্পোরারি ইন্ডিয়ান আর্টিস্টস ‘গ্রন্থটি কে রচনা করেন ?
Ans. গীতা কাপুর
65. ’ব্রিক টেম্পল অব বেঙ্গল ‘গ্রন্থটি রচনা করেন ?
Ans. জর্জ মিশেল
66. ভারতের প্রথম চলচিত্র কোনটি ?
Ans. জামাই ষষ্টি
67. দৃশ্যকাব্য গ্রন্থটি রচনা করেন ?
Ans. সত্যজীবন মুখোপাধ্যায়
68. ”ডান্স ডায়ালেক্ট অব ইন্ডিয়া “গ্রন্থটি রচনা করেন ?
Ans. রাগিণী দেবী
69. ভারতীয় সংগীত কা ইতিহাস গ্রন্থ টি কে রচনা করেন ?
Ans. উমেশ যোশী
70. রবীন্দ্রনাথ মণিপুরি নৃত্য কে কোথায় শেখানোর ব্যবস্থা করেন ?
Ans. শান্তিনিকেতন
71. প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কি ?
Ans. বিল্ব মঙ্গল
72. কথাকলি ও কচুপুরি/কচুপুড়ি কোন কোন রাজ্যের নৃত্য ?
Ans.কথাকলি কেরলের এবং কচুপুরি/কচুপুড়ি অন্ধ্রপ্রদেশের
73. টপ্পা কি ?
Ans. পাঞ্জাবের উট চালকদের গান কে বলা হয় টপ্পা
74. প্রথম রসগোল্লা কে আবিষ্কার করেছিল ?
Ans. হারাধন ময়রা
75. নতুন সামাজিক ইতিহাসচর্চা কত দশকের শুরু হয় ?
Ans. 1960 -70 দশকে
76. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ? 
Ans. সরকারি মহাফেজখানা সংরক্ষণ করা হয়
77. পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা প্রথম কোথায় শুরু হয় ?   
Ans. আমেরিকায়
78. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি ?
Ans.  এ নেশন ইন মেকিং
79. উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে ?
Ans. জেরাল্ডিন ফোর্বসের
80. ইন্ডিয়ান উইমেন ফ্রম পর্দা টুম মর্ডানিটি গ্রন্থের লেখক কে?
Ans.  বি.আর নন্দর
81. বাংলা আর ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় ? 
Ans. ১৯২০ খ্রীষ্টাব্দে
82. পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম কি ?
Ans. মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব
83. টোয়েন্টি টু ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের রচয়িতা কে ?
Ans. বোরিয়া মজুমদার
84. ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলেছেন কে?
Ans. জি এম ট্রেভেলিয়ান
85. কলকাতায় হিন্দু থিয়েটার প্রতিঠিত হয়  ?      
Ans. 1831  খ্রীষ্টাব্দে
86. স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না এ কথা কে বলেছেন?                   
Ans. স্বামী বিবেকানন্দ
87. কোন দেশের টেলিগ্রাফ যোগাযোগ শুরু হয়েছিল ?
Ans. ইংল্যান্ডে
88. কোন দেশে প্রথম সামরিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল ? 
Ans. ইংল্যান্ডে
89. প্রথম রাজনৈতিক পত্রিকার নাম  কী ?
Ans. সপ্তাহিক পত্রিকা সোমপ্রকাশ
90. প্রথম দৈনিক পত্রিকার নাম কি ?
Ans. সংবাদ প্রভাকর
91. প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি ?
Ans. সমাচার দর্পণ
92. প্রথম মাসিক পত্রিকার নাম কি ?
Ans. দিকদর্শন
93. ভারতের প্রথম বাংলা ভাষায় সংবাদপত্রের নাম কি ?  
Ans. দিকদর্শন
94. ভারতের প্রথম পত্রিকার নাম কি  ?
Ans. হিকির বেঙ্গল গেজেট
95. রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোথাকার ইতিহাস জানা যায়  ?
Ans. কাশ্মীরের
96. ভারতীয়সংগীতের মূল উৎস কি ?
Ans. সামবেদ
97. কত খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে ?
Ans. ১৯১১ সালে
98. পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা কি ?
Ans. মানাকালা
99. নতুন সামাজিক ইতিহাস এ কাদের কথা বলা হয়েছে?
Ans. সাধারণ মানুষের কথা
100. ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ?
Ans. ১২ ই ডিসেম্বর ১৯১১ সালে
101. ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত ?
Ans. দিল্লিতে
102. পথের পাঁচালী ছবিটির পরিচালক কে ?
Ans. সত্যজিৎ রায়
103. ইন্টারনেট আবিষ্কার কবে হয় ?
Ans. ১৯৯০ এর দশকে
104. ভারতে কবে ক্রিকেট খেলার সূচনা হয় ?
Ans. ১৯২১ খ্রিস্টাব্দে
105. অ্যানাল পত্রিকা গোষ্ঠী কি ধরনের ইতিহাস নিয়ে আলোচনা করে ?
Ans. নতুন সামাজিক ইতিহাস
106. অ্যানাল পত্রিকা গোষ্ঠী কবে প্রকাশিত হয় ?
Ans. 1929 খ্রিস্টাব্দে
107. অ্যানাল পত্রিকা গোষ্ঠী কোথায় গড়ে উঠেছিল ?
Ans. ফ্রান্সে
108. ইতিহাসের জনক কাকে বলে ?
Ans. হেরোডোটাস কে
109. হিট্রো-গ্রাফি কথার অর্থ কি ?
Ans. ইতিহাস চর্চা
110.কে বিজ্ঞানসম্মত ইতিহাসচর্চার জনক ’ নামে পরিচিত ?
Ans. থুকিডিডিস বিজ্ঞানসম্মত ইতিহাসচর্চার জনক নামে পরিচিত ।

এই সাইটের মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর গুলি ফলো করলে আপনি মাধ্যমিক ইতিহাস পরিক্ষায় ৯০% কমন প্রশ্ন পাবেন। ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর গুলি খুবই ইমপোর্টেন্ট। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শ্রেণীর সমস্ত বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সাধারণ জ্ঞান, বিভিন্ন পরিক্ষার প্রস্তুতি, বিজ্ঞান এবং কম্পিউটার প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আমাদের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার এই মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে সেয়ার করুন যাতে তারাও বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারে আর আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন