দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর

দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় ছোট প্রশ্ন উত্তর

মাধ্যমিক ইতিহাস পরীক্ষা ২০২২ ( Madhyamik History Questions Answers 2022 ) সালের প্রশ্ন উত্তর গুলি নিচে দেওয়া হয়েছে । এই দশম শ্রেণীর ইতিহাস ছোট প্রশ্ন উত্তর 2022 প্রশ্ন উত্তর। এখানে দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলি দেওয়া হয়েছে। যেগুলি আগামী মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা 

1. উনিশ শতকের নবজাগরণকে কে ঐতিহাসিক প্রতারণা বলেছেন ?
Ans. বিনয় ঘোষ ।
2. ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় ?
Ans. স্বামী বিবেকানন্দ কে ।
3. কার আমলে বিধবা বিবাহ আইন পাস হয় ?
Ans. লর্ড ক‍্যানিং এর আমলে
4. কার আমলে সতীদাহ প্রথা রদ করা হয়?
Ans. লর্ড বেন্টিঙ্ক এর আমলে
5.  কবে বিধবা বিবাহ আইন পাস হয় ?
Ans. ১৮৫৬ খ্রিস্টাব্দে ।
6. হুগলি মহসিন কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৮৩৬ খ্রিস্টাব্দে
7. "কুইল " পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans. তারাচাঁদ চক্রবর্তী ।
8. কে নব‍্যবঙ্গ দলকে " ভ্রান্ত পুঁথি পড়া বুদ্ধিজীবী " বলে সমালোচনা করেন ?
Ans. ডেভিড কফ ।
9. ভারতের প্রথম ছাত্র সংগঠনের নাম কি ?
Ans. অ‍্যাকাডেমিক অ‍্যাসোসিয়েশন ।
10. নব‍্যবঙ্গ দলের মুখপত্রের নাম লেখ ?
Ans. এথেনিয়াম
11. কবে সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৮৭৮ খ্রিস্টাব্দে ।
12. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৮৬৬ খ্রিস্টাব্দে ।
13. কবে নববিধান ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৮৮০ খ্রিস্টাব্দে ।
14. ক্যালকাটা স্কুল বুক  সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৮১৭ খ্রিষ্টাব্দে
15. কবে কলকাতা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৮১৮ খ্রিস্টাব্দে ।
16. ফিমেল জুভেনাইল সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৮১৯ খ্রিস্টাব্দে
17. ডেভিড হেয়ার কোন দেশের নাগরিক ছিলেন ?
Ans. স্কটল্যান্ডের
18. ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের 'ম‍্যাগনা কার্টা' কাকে বলা হয় ?
Ans. উডের নির্দেশনামা কে 
19. কবে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৮৪৯ খ্রিস্টাব্দে ।
20. কে, কত খ্রিস্টাব্দে ওরিয়েন্টাল সেমিনারি প্রতিষ্ঠা করেন ?
Ans. গৌরমোহন আঢ‍্য ১৮২৮ খ্রিস্টাব্দে 
21. হিন্দু ফিমেল স্কুল বা হিন্দু বালিকা বিদ্যালয়ের বর্তমান নাম কি ?
Ans. বেথুন স্কুল
22. কার নামে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করা হয়েছে ?
Ans. জেমস রেভারেন্ড লং এর নামে 
23. ভারতের প্রথম বালিকা বিদ্যালয়ের নাম কি ?
Ans. হিন্দু বালিকা বিদ্যালয় বা বেথুন স্কুল ।
24. কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন ? 
Ans. রাজা রামমোহন রায় (১৮১৫  খ্রিস্টাব্দে)  ।
25. ব্রাহ্ম সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৮২৮ খ্রিস্টাব্দে 
26. কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৮৩০ খ্রিস্টাব্দে ।
27. কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতির নাম লেখ ?
Ans. টমাস ব‍্যাবিংটন মেকলে
28. বেদান্ত কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৮২৬ খ্রিস্টাব্দে
29. বারাণসী সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
Ans. ১৭৯২ খ্রিস্টাব্দে
30. কলকাতা মেডিক্যাল কলেজের বাড়ি তৈরির জন্য কে জমি দান করেন ?
Ans. মতিলাল শীল
31. শ্রীরামপুর ব‍্যাপটিস্ট মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৮০০ খ্রিস্টাব্দে ।
32. কবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি
33. কে জেনারেল অ‍্যাসেম্বলিজ ইন্সটিটিউশন (১৮৩০ খ্রি:) প্রতিষ্ঠা করেন ? বর্তমান নাম কি ?
Ans. আলেকজান্ডার ডাফ । স্কটিশ চার্চ কলেজ ।
34. সুপ্রিম কোর্টের কোন বিচারপতি হিন্দু কলেজ প্রতিষ্ঠাতে সাহায্য করেন ?
Ans. এড‌ওয়ার্ড হাইড ইস্ট 
35. কে বিশপ কলেজ (১৮১৯ খ্রি:) প্রতিষ্ঠা করেন ?
Ans. কলকাতার প্রথম বিশপ মিডলটন
36. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম লেখ?
Ans. জেমস উইলিয়াম কোলভিল ।
37. কত খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৮৩৫ খ্রিস্টাব্দে
38. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যের নাম লেখ?
Ans. স‍্যার গুরুদাস বন্দোপাধ্যায় ।
39. কবে লরেটো হাউস স্কুল প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৮৪২ খ্রিস্টাব্দে
40. ভারতের প্রথম মহিলা স্নাতকের নাম লেখ ?
Ans. কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু ।
41. কে , কবে অ‍্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন ?
Ans. ১৮১৫ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় অ‍্যাংলো হিন্দু স্কুল  প্রতিষ্ঠা করেন ।
42. কোন বিজ্ঞানী প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত ছিলেন ?
Ans. রসিকলাল দত্ত ।
43. কত সালে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয় ?
Ans. ১৮৫৫ সালে
44. এশিয়ার মধ্যে কে প্রথম ডি. লিট উপাধি পান ?
Ans. বেণীমাধব বড়ুয়া ।
45. কবে ব্রাহ্মবন্ধু সভা প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৮৬০ খ্রিস্টাব্দে ।
46. কাকে আধুনিক ভারতের জনক বলে ?
Ans. রাজা রামমোহন রায়কে ।
47. সতীদাহ প্রথা রদ হয় কত খ্রিস্টাব্দে ?
Ans. ১৮২৯ খ্রিস্টাব্দে ।
48. ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি কাকে বলে?
Ans. ডিরোজিও কে ।
49. শিবজ্ঞানে জীবসেবার কথা কে বলেছেন ?
Ans. রামকৃষ্ণ পরমহংসদেব
50. "ফকির অব জ‌ঙ্গিরা " কে লিখেছেন ?
Ans. ডিরোজিও কে ।
51. কবে শিকাগো বিশ্বধর্মসম্মেলন অনুষ্ঠিত হয় ?
Ans. ১৮৯৩ খ্রিস্টাব্দে ।
52. কে ,কবে অ‍্যাকাডেমিক অ‍্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ?
Ans. ১৮২৮ খ্রিস্টাব্দে ডিরোজিও প্রতিষ্ঠা করেন
53. ধর্মতলা একাডেমি কে প্রতিষ্ঠা করেন ?
Ans. হেনরি ডেভিড ড্রামন্ড ।
54. রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৮৯৭ খ্রিস্টাব্দে ।
55. ঝড়ের পাখি কাকে বলা হয়?
Ans. ডিরোজিও কে
56. কে নীলদর্পণ নাটকটি রচনা করেন ?
Ans. দীনবন্ধু মিত্র 
57. কে নব‍্য বৈষ্ণব ধর্মের প্রসার ঘটান?
Ans. বিজয়কৃষ্ণ গোস্বামী
58. তিন আইন পাস হয় কবে?
Ans. ১৮৭২ খ্রিস্টাব্দে
59. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ‍্যান্সেলর নাম কি?
Ans. লর্ড ক‍্যানিং
60. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম মালিক কে ছিলেন?
Ans. মধূসুদন রায়
61. কে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিদ‍্যাচর্চার প্রসার ঘটান?
Ans. প্রশান্তচন্দ্র মহলানবিশ
62. কে প্রথম বাঙালি হিসেবে শব -ব‍্যবচ্ছেদ করেন?
Ans. মধুসূদন গুপ্ত
63. পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি?
Ans. হেয়ার স্কুল
64. আদি ব্রাহ্মসমাজের নেতা কে ছিলেন?
Ans. দেবেন্দ্রনাথ ঠাকুর
65. বামাবোধিনী পত্রিকা কে প্রকাশ করেন ?
Ans. উমেশ চন্দ্র দত্ত ।
66. কলকাতা মেডিক্যাল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৮৩৫ খ্রিস্টাব্দে
67. "বামা " শব্দের অর্থ কি ?
Ans. নারী
68. লন্ডন মিশনারী সোসাইটি প্রতিষ্ঠিত কবে?
Ans. ১৭৯৫ খ্রিস্টাব্দে
69. বাংলা ভাষার প্রথম সামাজিক ব‍্যঙ্গ সাহিত্যর নাম কি?
Ans. হুতোম প্যাঁচার নক্সা 
70.গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদকের নাম লেখ?
Ans. হরিনাথ মজুমদার

আরও পড়ুনঃ

Post a Comment

নবীনতর পূর্বতন