মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর 2021
মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর 2021 ( Madhyamik Geography Question Answer 2021 ) মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন গুলির উত্তর দেওয়া হল । এই মাধ্যমিক ভূগোল সাজেশন 2021 দ্বাদশ শ্রেণী ভূগোল প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল। যেগুলি আগামী মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
মাধ্যমিক ভূগোল চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর
1. বর্জ্য কাকে বলে?
বর্জ্য হলো বিভিন্ন উৎস থেকে আসা যে সব পদার্থ মানুষের দৈনন্দিন জীবনে কাজে আসে না, তাকে বর্জ্য বলে।
2. কঠিন বর্জ্য কী?
যে পণ্যগুলি কঠিন পদার্থ দিয়ে তৈরি করা হয় যা কয়েক দিন ব্যবহারের পরে অব্যবহারযোগ্য হয় তাদের কঠিন বর্জ্য বলে। যেমন ভাঙা বা পুরাতন কাঠ, প্লাই, প্লাস্টিক, কাঁচ, ঘর ভাঙ্গা পণ্য ইত্যাদি
3. তরল বর্জ্য কী?
প্রকৃতিতে যে তরলগুলি ব্যবহারযোগ্য নয় সেগুলি তরল বর্জ্য বলে। উদাহরণস্বরূপ - গার্হস্থ্য ব্যবহারের পরে পরিত্যক্ত জল, কারখানার পরিত্যক্ত জল, সিস্টেমের নোংরা জল ইত্যাদি।
4. গ্যাসীয় বর্জ্য কী?
যে গ্যাসীয় পদার্থগুলি মানুষ এবং অন্যান্য প্রাণীর পক্ষে ক্ষতিকারক এবং বায়ুমণ্ডল দূষণ বৃদ্ধি করে তাকে গ্যাসীয় বর্জ্য বলে। উদাহরণস্বরূপ - মোটর গাড়ি থেকে নির্গত কার্বন মনোক্সাইড, আগ্নেয়গিরি বা অগ্নি দ্বারা উত্পাদিত কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড ইত্যাদি।
5. বিষাক্ত বর্জ্য কাকে বলে?
মানব এবং প্রাণীদেহে প্রবেশ করা বর্জ্য যা বিপন্ন কাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং বিভিন্ন রোগের কারণ হয় তাকে বিষাক্ত বর্জ্য বলে। উদাহরণস্বরূপ - সীসা, আর্সেনিক, পারমাণবিক কেন্দ্র থেকে নির্গত স্পার্কি কণা, ডিডিটি, বিএইচসি ইত্যাদি।
6. বিষহীন বর্জ কাকে বলে?
প্রকৃতির শক্ত, তরল, গ্যাসিক যে বর্জ্য তা সরাসরি জীবন ব্যবস্থার পক্ষে ক্ষতিকারক নয় বা কম ক্ষতির মাত্রাকে বিষ ব্যতীত বর্জ্য বলে। উদাহরণস্বরূপ - সবজির খোসা, বাথরুমের জল, আচারের ধোঁয়া ইত্যাদি।
7. গৃহস্থালির বর্জ্য বলতে কী বোঝো?
বাড়ির দৈনন্দিন কাজের মাধ্যমে যেসব বর্জ্য পদার্থ উৎপন্ন হয় সেগুলি এই শ্রেণির অন্তর্ভুক্ত। যেমন—শাকসবজি ও ফলমূলের উচ্ছিষ্ট, মাছ-মাংসের ফেলে দেওয়া অংশে প্রভৃতি।
৪. শিল্প বর্জ্য বলতে কী বোঝ?
কলকারখানা থেকে নির্গত কঠিন, তরল, গ্যাসীয়, অর্ধতরল প্রভৃতি বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থকে শিল্পবর্জ বলা হয়। যেমন—চামড়া কারখানার ক্রোমিয়াম যৌগ, আকরিক নিষ্কাশন প্রক্রিয়ায় নির্গত নানাপ্রকার ধাতু, বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ প্রভৃতি।
9. কৃষিজ বর্জ্য বলতে কী বোঝো?
কৃষিজাত দ্রব্য থেকে নির্গত বর্জ্য পদার্থকে কৃষিজ বর্জ নামে অভিহিত করা হয়। যেমন—আখের ছিবড়ে, খড়, ধানের খোসা , নারকেলের ছোবড়া , প্রাণীজ বর্জ প্রভৃতি।
10. জৈব ভঙ্গুর বর্জ্য বলতে কী বোঝো?
উদ্ভিদ ও প্রাণীজাত সব বর্জ্য পদার্থই জৈব ভঙ্গুর বা জীব বিশ্লেষ্য। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হল সেই সব বর্জ্য পদার্থ যেগুলি যে-কোনো ধরনের অনুজীব বা আণুবীক্ষণিক বিয়োজক দ্বারা বিশ্লিষ্ট হয়।
11. জৈব অভঙ্গুর বর্জ্য বলতে কী বোঝো?
মানুষের তৈরি বিভিন্ন ধরনের পলিমার, যেমন প্লাস্টিক, পলিথিন প্রভৃতি, ডি. ডি. টি-এর মতো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, কাচ ইত্যাদি জৈব অভঙ্গুর অর্থাৎ এগুলিকে জৈবিক পদ্ধতিতে ভাঙা যায় না! যুগ যুগ ধরে এরা অবিকৃত অবস্থায় পড়ে থাকে।
12. জৈব বর্জ্য কাকে বলে?
প্রধানত প্রাণী ও উদ্ভিদ থেকে যেসব বর্জ্য তৈরি হয়, সেগুলি জৈব বর্জ্য, যেমন-মাংস উৎপাদনকারী কারখানাগুলি থেকে নির্গত প্রাণীজ বর্জ্য, মাছের উচ্ছিষ্ট, ফুল-ফল-সবজি বাগানের বর্জ্য প্রভৃতি।
15. কম্পোস্টিং কী?
সহজভাবে বলা যায় কম্পোস্টিং হল জৈব বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের একটি পদ্ধতি। এভাবে উৎপন্ন জৈব সারে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, ফসফেট প্রভৃতি পুষ্টিকর উপাদান যথেষ্ট পরিমাণে থাকে।
16. তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে?
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য, যেমন ছাই, ভারী জল, চিকিৎসায় ব্যবহুত তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ প্রভৃতি।
17. চিকিৎসা-সংক্রান্ত বর্জ্য কাকে বলে?
হাসপাতাল, নার্সিং হোম সহ বিভিন্ন প্রকার চিকিৎসা কেন্দ্রের আবর্জনা এই শ্রেণির অন্তর্গত।
একটি মন্তব্য পোস্ট করুন